এম এ রউফ কাতারঃ
ভালো মানুষ কে ভালো বলতে হয়। দেশের জনগণকে সকল নাগরিক কে ঐক্যবদ্ধ করতে পারছেন।
জাস্টিন ট্রুডো কানাডার ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে আধুনিক রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
২০১৫ সালে ক্ষমতায় এসে তিনি শুধু একটি রাজনৈতিক পরিবর্তনের সূচনা করেননি, বরং কানাডার সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকেও নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করেছেন।
তার উত্থান এবং উত্তরাধিকার একসঙ্গে বিবেচনা করলে একটি প্রগতিশীল,অন্তর্ভুক্তিমূলক ও মানবিক নেতৃত্বের প্রতিচ্ছবি দেখা যায়।
আরও পড়ুনঃ ইউসিটিসি-তে আন্তর্জাতিক মানের প্রযুক্তি বিষয়ক ওয়েবিনার: “AI Career: Vibe Coding to Scaled Apps”
উত্থান: এক উত্তরাধিকার থেকে নেতৃত্বে
জাস্টিন ট্রুডো ১৯৭১ সালের ২৫ ডিসেম্বর মন্ট্রিয়লে জন্মগ্রহণ করেন। উনার সিকিউরিটি লাগেনা পুলিশ লাগেনা সেনাবাহিনী লাগে না কিছুই লাগে না।
সকল নাগরিক তার সিকিউরিটি সবার সঙ্গে সবার সঙ্গে তার ভালোবাসা।
আমরা দেখেছি তার জনগণের প্রতি তার ভালোবাসা কমতি নেই?