হালিম রাজঃ
মা, বোন, কন্যা — আপনিই আগামীর বাংলাদেশ।
আমরা চাই না কেউ আপনাকে দয়া করুক।
আমরা চাই আপনি মাথা উঁচু করে এগিয়ে যান — নিজের যোগ্যতায়, নিজের মর্যাদায়।
👁 চোখে রাখুন রোকেয়ার স্বপ্ন,
🎙 কণ্ঠে তুলুন সুফিয়ার প্রতিবাদ,
🔥 বুকে ধারণ করুন প্রীতিলতার আগুন।
📢 আমরা বলি না, “নারীর জন্য কোটা চাই”,
আমরা বলি, “সমান অধিকার চাই, ন্যায়ের সংবিধান চাই!”
আরও পড়ুনঃ রণক্ষেত্র গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি
📜 আমাদের লক্ষ্য:
✔️ রাজনীতি, প্রশাসন, শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর পূর্ণ অংশগ্রহণ
✔️ নারী ও শিশুর প্রতি সহিংসতার কঠোর প্রতিরোধ
✔️ পল্লী নারীদের জন্য স্বাস্থ্য, শিক্ষা ও উদ্যোক্তা সহায়তা
✔️ ধর্ম, সংস্কৃতি ও মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নারীবান্ধব নীতি
🕊 আপনার সাহস আমাদের অনুপ্রেরণা। আপনার অগ্রগতি আমাদের অঙ্গীকার।
✊ নারী নয়, মানুষ হিসেবে আপনি-ই সর্বাগ্রে গুরুত্বপূর্ণ।
✒️ হালিম রাজ
আহ্বায়ক, বাংলাদেশ মাতৃভূমি দল (BMLP)
রাজনৈতিক বিশ্লেষক | সমাজচিন্তক