বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনমঃ
অতিবৃষ্টির ফলে ৫০টি পরিবার পানিবন্ধি হওয়ায় ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা দিরাইয়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহনে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে দুই প্রতিষ্টানকে অর্থদন্ড কুড়িগ্রামে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নব গঠিত কমিটির উদ্যোগে ফল উৎসব পানছড়িতে লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত আদালতের ২০০৮ সালের রায়কে পুঁজি করে ১৭ বছর ধরে পদ্মায় অবৈধ বালু উত্তোলন, রূপপুর প্রকল্প, হার্ডিং ও লালন শাহ সেতু চরম ঝুঁকিতে বিমূঢ় দুটি মুখ “ —- হিলারী হিটলার আভী মায়ের হাসি- সাঈদুর রহমান লিটন যুদ্ধ তোমাকে কি দিবে- জাহাঙ্গীর চৌধুরী সন্ধ্যারেখা – নবাব শাহজাদা বর্ষার অলিখিত প্রেম- আসাদুজ্জামান খান মুকুল গজারিয়ায় অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষের লক্ষ্মীপুরে ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মধুপুরে বৃক্ষমেলা উদ্বোধনের মধ্য দিয়ে ২দিনে  ৮০হাজার অবৈধ গাছ ধংস  ক্যান্সার আক্রান্ত মেয়েকে বাঁচাতে পঙ্গু বাবার আর্তনাদ. খাগড়াছড়ি পাজেপ এর সদস্য থেকে চেয়ারম্যানের দায়িত্বে শেফালিকা ত্রিপুরা কুমিল্লায় বুড়িচং মোকাম বড় বাড়ীর রাস্তা বন্ধ করে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মহালছড়িতে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব কর্তৃক দুর্গাপুর উপজেলায় পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন জলাবদ্ধতা নিরাসনে সরজমিনে পরিদর্শন করেন

কুড়িগ্রামে নজরুল ও ভাওয়াইয়া চর্চা কেন্দ্রের উদ্বোধন

রিপোর্টার নাম
পাবলিশ: রবিবার, ১ জুন, ২০২৫
কুড়িগ্রামে নজরুল ও ভাওয়াইয়া চর্চা কেন্দ্রের উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে নজরুল ও ভাওয়াইয়া চর্চা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
(১লা জুন) রোবরাব দুপুরে কুড়িগ্রাম ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চর্চাকেন্দ্রে উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

জাতীয় কবি নজরুল ইসলামের ১২৬ তম জন্মদিন উপলক্ষে নজরুল ও ভাওয়াইয়া চর্চা কেন্দ্রে নজরুলের গান, কবিতা, জীবনী এবং উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান চর্চার বিশদ সংগ্রহশালা তৈরি করে কুড়িগ্রাম ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়।

নতুন প্রজন্মের মাঝে নজরুলের গান, কবিতা, আদর্শ ও নৈতিকতা ছড়িয়ে দিতে স্কুল কর্তৃপক্ষ এই চর্চার কেন্দ্রের আয়োজন করে। এছাড়াও উত্তরের আঞ্চলিক ভাষায় ভাওইয়া গানের সংগ্রহ ও চর্চার কেন্দ্র তৈরি করে আগামী প্রজন্মের জন্য।

এই স্কুলের শিক্ষার্থী মুরসালাত খান রাদ বলেন,’ আমি মনে করি প্রতিটি স্কুলে এরকম চর্চা কেন্দ্র হওয়া উচিৎ। যাতে করে আমাদের জ্ঞানের ভান্ডার আরো সমৃদ্ধ হয়। ‘

অবিভাবক মাসুম বিল্লাহ্ বলেন, নজরুল ও ভাওয়াইয়া গানের এই চর্চা কেন্দ্র আসলে খুবই প্রয়োজন ছিল।আমাদের প্রজন্মের জন্য এই চর্চা কেন্দ্রে বড় একটি সুযোগ তৈরি হলো। আমি আশা করি এই চর্চা কেন্দ্রের মাধ্যমে আগামী প্রজন্ম একটি সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারবে।

২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক রোখশানা বেগম বলেন , ‘আমাদের এই নজরুল ও ভাওয়াইয়া চর্চা কেন্দ্র আমরা আজ উদ্বোধন করলাম। এর পিছনে আমাদের জেলা প্রশাসকের বড় একটি ভূমিকা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রতিটি শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি সামাজিক নীতি নৈতিকতার বেশি বেশি চর্চা করা উচিত। এক্ষেত্রে আমাদের জাতীয় কবি নজরুল অন্যতম। কাজী নজরুল ইসলাম সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। তিনি তার রচনা ও গানে সব সময় সাম্যের কথা বলতেন। তিনি নারীদেরও যোগ্য সম্মান দিয়েছেন। পাশাপাশি ভাওয়াইয়া গানের ধাম নদ-নদী ময় আমাদের কুড়িগ্রাম।কুড়িগ্রাম জেলা ভাওয়াইয়া গানে সমৃদ্ধ। ভাওয়াইয়া গান ভালোবাসার কথা বলে। মানুষের মিলনের কথা বলে।মানুষে-মানুষে বন্ধুত্বের কথা বলে।এই ধারাবাহিকতায় আমাদের এই চর্চা কেন্দ্রের উদ্বোধন হলো।

কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, ‘ সাহিত্যে মাধ্যমে আমাদের যারা অনুপ্রাণিত করে, আমাদের কচিকচি সোনামনিরা তাদের যেন জানতে পারে। সবসময় যেন অন্যায়ের প্রতিবাদ করতে পারে, সত্যের পথে চলতে পারে।এই লক্ষ্যকে সামনে রেখে আমরা চেষ্ঠা করেছিলাম প্রত্যেকটি স্কুলে যেন এরকম একটি চর্চা কেন্দ্র তৈরি হয়। এটা হতে পারে নজরুল চর্চা কেন্দ্র, ভাওয়াইয়া চর্চা কেন্দ্র বা অন্য যেকোন চর্চা কেন্দ্র। তারা যাকে অনুসরণ করতে পারে। তারি ধারাবাহিকতায় আজকে এই চর্চা কেন্দ্রের উদ্বোধন। ‘

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী,
কুড়িগ্রাম সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন, প্রাক্তন মেয়র আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এম এ ওয়াজেদ, প্রমূখ।


এই বিভাগের আরও খবর