এম এ রউফ,কাতারঃ
ভূল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এম এ রউফ কাতার আমার পরিচয় পএ সঠিক। আমার পরিচয় পএ গোপন রাখতে চাই না।
অন্যের দোষ না খোঁজে, নিজের দোষ নিয়ে যদি মানুষ চিন্তা করত তাহলে সমাজে এত বৈষম্য থাকতো না।
তোমার মন যখন নিজের দোষ দেখার জন্য প্রস্তুত হবে, তখন তুমি অন্যের জীবনে চলার পথে আমরা সবাই কম-বেশি ভুল করি। কিন্তু দুঃখজনক সত্য হলো যে —অনেকেই নিজের ভুল স্বীকার না করে, কেবল অন্যের দোষ খুঁজতে ব্যস্ত থাকেন। কেউ কাউকে পরিপূর্ণ নয়, তবুও মানুষ ভুলে যায় এই সহজ কথাটা। আজকে আমরা শেয়ার করছি ।
এমন কিছু জীবনঘনিষ্ঠ উক্তি যা অন্যের দোষ খোঁজার এই অভ্যাসকে তুলে ধরবে একেবারে বাস্তব,। আবেগময়ভাবে যেমনটা একজন মানুষ তার অভিজ্ঞতা থেকে বলে থাকে।
নিজের আয়নাটা যদি আগে পরিষ্কার করতাম তাহলে হয়তো আর কাউকে নোংরা৷ রাজনৈতিক করার বলার দরকার হতো না।।
মানুষ তার নিজের চরিত্র লুকাতে যতটা কষ্ট করে, অন্যের দোষ দেখাতে তার চেয়ে বেশি উৎসাহী হয়ে ওঠে। কেনন? প্রশ্ন?
অন্যের ভুল ধরিয়ে দেওয়া র চেয়ে, তাকে সেই ভুল শুধরানোর পথে সাহায্য করা মহত্ত্বের কাজ কর্ম আমরা মনে করি। তর্ক বির্তক সমালোচনা সবাই করে থাকে। সমাধানের অভাব??
প্রশ্ন কিভাবে সমাধানের উপায়।? পরিশেষে আমার বক্তব্য টি শেষ করিবো। ভালো থাকূন নিরাপদ থাকূন। দেশকে যদি ভালবাসেন। সমাজকে যদি ভালবাসে পরের প্রজন্মার ছেলেমেয়েদেরকে যদি ভালবাসেন। সব কিছু বাদ দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহবান করছি শুধু দেশের স্বার্থে। সকল নাগরিক।
একজন আরেকজনকে দোষারোপের কারণে আজকে আমাদের সমাজটা বিশৃঙ্খল অবস্থা ও মানবাধিকার লঘন্য হয়েছে। দোষী ব্যক্তিকে ভালো করার চিন্তা ভাবনা করেন।
ফারুক আহমেদ চৌধুরী ইউকে চেয়ারম্যান
Md Abdul Rouf Qatar
সিনিয়র ভাইস চেয়ারম্যান
world wide Kaaba Foundation managed by the remittance warriors.195 countries