এম এ রউফ, কাতারঃ
এদেশে যারা অন্যায়ের রাজা হতে চায়, নেতা হতে চায়। তাদের রাজদন্ড; আমরা হবো সত্য, হাতে ন্যায়দন্ড। আমরা রেমিট্যান্স যোদ্ধা পরিবার। রাজার পক্ষে নিযুক্ত রাজবেতনভোগী। রাজকর্মচারী।
আমাদের পক্ষে সকল রাজার রাজা, সকল বিচারকের বিচারক, আদি অন্তকাল ধরে সত্য জাগ্রত আল্লাহ পরিশেষে আমার বক্তব্য টি সংক্ষিপ্তভাবে শেষ করব লোভে পাপ পাপে মৃত্যু হয়েছে। সেই মৃত্যু অনিবার্য। এই মৃত্যু অকাল মৃত্যু কে কি বলেন।।
নাটক করে দখল করে মরবেন না। গনতন্ত্র অধিকার না বূঝে পালা পালি করছ কেনন?
আরও পড়ুনঃ সৃষ্টিকর্তার সাথে মিলনের আহ্বান!
এই দেশ স্বাধীন বাংলা দেশ । নষ্ট করার পায়তারা কে শুরু করছেন। সোনার বাংলা দেশ। এই দেশে লূট পাটের গল্প ও কারখানা কে তৈরি করছেন। লোভে পাপ পাপে মৃত্যু।
সকল নাগরিক ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। একে অপরকে দোষারোপ না করে ভালোবাসা তৈরি করতে চাই।
এম এ রউফ
রেমিট্যান্স যোদ্ধা পরিবার
কাতার