এম এ রউফ হবিগঞ্জ ঃ
বাংলাদেশের সামাজিক বাস্তবতা আজ এমন এক অবস্থায় পৌঁছেছে, যেখানে মানবতা, সহানুভূতি, সহনশীলতা-সব যেনো হারিয়ে গেছে কোনো এক অন্ধকার গহ্বরে। কখনো রাজনৈতিক হিংসা, কখনো সামান্য মতবিরোধ, আবার কখনো অর্থের লোভে প্রতিনিয়ত রক্তাক্ত হচ্ছে মানুষ।
এই জাতির ভবিষ্যৎ-ছাত্রসমাজ-যখন গণতন্ত্র, ন্যায়ের দাবি তোলে, তখন তাদের কণ্ঠরোধ করা হয় গুলি চালিয়ে, নিখোঁজ করে, ভয়ভীতি দেখিয়ে। প্রশ্ন জাগে-আমরা কবে মানুষ হবো? কবে আমাদের বিবেক জাগ্রত হবে? কবে আমরা সেই মানবিক গুণাবলির চর্চা করবো, যা আমাদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলবে?
আরও পড়ুনঃ গফরগাঁও উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে মা সমাবেশ অনুষ্ঠিত
দয়া করে সব কিছু ভুলে গিয়া দেশের স্বার্থে সকল নাগরিক ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহবান করছি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের জন্য কাজ কর্ম করতে চাই সম্মিলিতভাবে।
world wide Kaaba Foundation managed by the remittance warriors.195