স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার ২০২৪-২০২৫ ইং সালের বার্ষিক সভা এবং ২০২৫-২০২৬ ইং সালের নবায়নকৃত নতুন কমিটি ঘোষণা সংগঠনের স্থায়ী কার্যালয় সূর্যগিরি আশ্রম প্রাঙ্গণে দুইভাবে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান, ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ বিতরন এবং ফল উৎসবের আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি “ক” জোনের সমন্বয়ক মাষ্টার মো. দিদারুল আলম, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ আলমগীর আলম, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য, উপদেষ্টা তরুন কুমার আচার্য্য।
প্রথম অধিবেশনে টিটু চৌধুরীর সভাপতিত্ত্বে সমন্বয়কারীদের সংবর্ধনা প্রদান ও বিগত সালের আয় ব্যয়ের বার্ষিক হিসাব প্রদান করে কমিটির বিলুপ্তি ঘোষণা করেন এবং নবায়নকৃত নতুন কমিটিতে সর্বসম্মতিক্রমে ধীমান দাশকে সভাপতি ও কৃষ্ণ বৈদ্যকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করেন। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ধীমান দাশের সভাপতিত্বে এবং কৃষ্ণ বৈদ্যের সঞ্চালনায় এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরন করা হয়।
বক্তারা বলেন শাহেনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের মাননীয় ট্রাস্টি মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) মানবতার কল্যাণে অসচ্চল অসহায় মানুষ ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান নিশ্চিতকল্পে এবং সমাজের দূর্দশা দূরীকরণে ও অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নের ক্ষেত্রে যেসব কার্যকরী ভুমিকা পালন করছেন
এবং সহযোগীতার বিষয়ে যেসব নির্দেশনা প্রদান করেছেন তা বাস্তবায়নের লক্ষ্যে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখা সমাজের প্রতিটি স্থরে মানবসেবা কার্যক্রমের মাধ্যমে সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে মওলা হুজুর বাবাজানের মিশনকে এগিয়ে নিয়ে মানবিক সংগঠন হিসেবে সমাজে ও রাষ্ট্রে প্রশংসিত হচ্ছে।
তাদের এই দৃঢ়তা ও সহযোগীতার কারনে সমাজের বিভিন্ন অসহায় অসচ্চল মানুষ আজ বিভিন্নভাবে উপকৃত ও লাভবান হচ্ছে। সভা শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে বিশ্ব শান্তির কল্যাণে বিশেষ প্রার্থনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন সূর্যগিরি আশ্রমের কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, উপদেষ্টা নারায়ন আচার্য, কুমার রতন, অর্চ্চণা রানী আচার্য, ঝুমুর সর্দ্দার, প্রিন্স দাশ, নুপুর পাল, শিবু ভট্টাচার্য্য, দীপ আচার্য, মৌসুমী চৌধুরী, জয়াগুহ, দিয়াগুহ, ডা. উজ্জ্বল শীল, ঝন্টু শীল, সজীব শীল, রুবেল শীল, তুর্ণা আচার্য, সোনারাম আচার্য, অনিক সর্দ্দার, সুপ্লব দত্ত, মানিক বড়ুয়া, সুইটি আচার্য্য, আবু বড়ুয়া, রুনা বিশ্বাস, প্রজিত বড়ুয়া, দ্বীপ শর্মা প্রমূখ। এসময় প্রায় ৫০০ জনকে মৌসুমী ফল বিতরণ করা হয়।