এম এ রউফ,কাতার ঃ
আমাদের মত মুর্খ মানুষ কয়জন আছে জানি না, যাহারা আমাদিগকে ঠকায় প্রতারনা করে তাহাদিগকে আমরা ভালো বাসি ও প্রশ্রয় দিই এবং নেতা বানাই ও চেয়ার টেবিল দেই। তাদের কে নিয়ে আমরা ভালো মন্দ চিন্তা করি।
এদের কাছে কি পাবেন? প্রশ্ন?
আমার কাছে হাস্যকর লাগে। এদের কাছ হতে বেরিয়ে আসতে হবে।
যদি আপনার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করতে চান এবং সুন্দর করতে চান ।তবে আমাদের আদর্শ মানসিকতার প্রয়োজন। আসুন নিজের থেকে পরিবর্তন শুরু করি। অতঃপর পরিবার, সমাজ, দেশ পরিবর্তন হবে।
মানুষ থেকে মানুষীক রুগী বানানো অমানুষগুলোর কাজ।
আল্লাহ তায়ালা তাদেরকে হেদায়েত দান করুন । আমীন