শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন
শিরোনমঃ
চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন” গোমস্তাপুরে ফেক আইডি ও তার অনুসারীর বিরুদ্ধে অভিযোগ করায় সাংবাদিকের নামে মিথ্যা এজাহার মনিরুলের শাস্তির দাবি সাংবাদিক সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কর্তব্যনিষ্ঠা, জ্ঞান ও দক্ষতা থাকা, আল্লাহভীরুতা ও সততা বজায় রাখা, পরিশ্রমী ও কর্মঠ হওয়া, রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫

জুডিসিয়াল ম্যাজিসট্রেট আদালতের আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যাক্তির রিভিশন

রিপোর্টার নাম
পাবলিশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

মোহাম্মদ করিমঃ

১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি আইনের ৪৩৯[ক] ধারায় দায়রা জজ আদালত কে রিভিশনের এখতিয়ার দেওয়া হয়েছে। উক্ত ধারায় দায়রা জজ আদালত ক্ষমতা প্রয়োগ করে থাকেন। কোন ব্যাক্তি কর্তৃক বা তাহার পক্ষ হইতে দায়রা জজ এর নিকট কোন রিভিশনের আবেদন করা হইলে তৎ সম্পর্কে দায়রা জজ এর সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হইবে।

দায়রা জজ এর সাধারণ বা বিশেষ আদেশ ক্রমে কোন মামলা অতিরিক্ত দায়রা জজ এর নিকট স্থানান্তরিত হইলে সেই মামলা সম্পর্কে তিনি এই অধ্যায়ের অধীন দায়রা জজ এর সকল বা যে কোন ক্ষমতা প্রয়োগ করিবেন। কোন কার্যক্রমের ক্ষেত্রে দায়রা জজ নিজে কোন মামলার নথী তলব করিয়া থাকিলে বা অন্যকোন ভাবে বিষয় টি তাহার

গোছরীবুত হইলে তিনি ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি আইনের ৪৩৯ এর [ক]ধারা অনুসারে হাইকোর্ট বিভাগের যে কোন ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি আইনের ৪৩৯ [ক] ধারায় দায়রা বিচারকে দেওয়া একটা অসাধারণ স্বেচ্ছাধীন ক্ষমতা বা নথীতে প্রতিওমান ভুল, অনিয়ম বা

আরও পড়ুনঃ অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪ এর অভিযানে ১৪ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ব্য-আইনি সংসদনান্থেই কেবল মাত্র প্রয়োগ যোগ্য। হাইকোর্ট বিভাগ ৪৩৯ ধারায় যে সমস্ত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন তার সব কয়টি বা যে কোন একটি দায়রা জজ প্রয়োগ করতে পারেন। ন্যায়বিচার প্রতিহত করণে দায়র জর্জ এর আদেশটি ই চুড়ান্ত ধারা ৪৩৯[চার] তৎসংগে পঠিত দায়রা আদালত বিচারকের রিভিশন ক্ষমতা ব্যাপক হলেও সম্পূর্ণ ভাবে বারিত রিভিশনের বিরুদ্বে কোনো রিভিশন চলে না।

এই ক্ষমতা অন্যায় বিচার, ক্যাবল মাত্র ব্য- আইনি কিছুনয় সংশোধনের জন্য প্রয়োগ যোগ্য। ফৌজদারি কার্যবিধি আইনের ৪৩৯[ক] ধারা ৪৩৫ ধারার সাথে ও সাপেক্ষে পরতে হবে। কোন মামলা দায়রা আদালতে বাতিল হলে তা হাইকোর্টে আনা যাবেনা।

ঘটনাগত বা আইনগত গুরুত্বপূর্ণ বিষয় জড়িত থাকলে উপযুক্ত আদেশের জন্য রেফারেন্স স্বরুপ বিষয়টি তৎসংগে পঠিত ৪৩৫ ধারায় হাইকোর্ট বিভাগে রিভিশন আকারে উপস্থাপন করা বান্ঞনীয় ৩৭ ডিএলআর ১৬৭, ৪০ডিএলআর ১৯৬।


এই বিভাগের আরও খবর