শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

পৈতৃক সম্পত্তি রক্ষায় বগুড়ায় ভুক্তভোগী নারীর সাংবাদিক সম্মেলন

রিপোর্টার নাম
পাবলিশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

গাবতলী, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় এক নারী তার পৈতৃক সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগ এনে এবং নিরাপত্তাহীনতার বিষয়ে গত সোমবার (৩০ জুন) । বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন। তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পাশাপাশি হুমকি-ধমকির মুখে পরিবার নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বলে জানান।

মালতীনগর পাইকারপাড়া এলাকার বাসিন্দা মারিয়া মাহফুজ বগুড়া প্রেসক্লাবে লিখিত বক্তব্যে জানান, তার বাবা এস.এম মাহফুজুল আলম ডন ২০০৭ সালের ২৬ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর পর চাচাতো ভাই এস.এম মনিরুল আলম জুন ও এস.এম মঞ্জুরে আলম মুন অভিভাবকত্বের নামে তার পরিবারের সম্পত্তি দেখভাল শুরু করেন।

তিনি অভিযোগ করে বলেন, ২০১৪ সালে তারা তার বাবার প্রথম স্ত্রীর সন্তান নুরুন নবী নয়নকে ভুয়া পরিচয়ে তার বাবার সন্তান দাবি করে, জাল দলিল তৈরি করে সম্পত্তি আত্মসাৎ করেন। অথচ নয়নের পরিচয়পত্র ও শিক্ষাগত সনদে বাবার নাম “মোঃ আব্দুল খালেক”। এমনকি নয়নের মা-ও কখনো মাহফুজুল আলম ডনের সন্তানের স্বীকৃতি চাননি।

মারিয়া মাহফুজ বলেন, “২০২৪ সালে পারিবারিক কারণে জমি বিক্রি করতে গেলে তারা বাধা দেয় এবং ক্রেতাদের ভয়ভীতি দেখায়। তারা আমাদের সম্পত্তিকে নিজেদের বলে দাবি করে মামলা ঠুকে দেয় (মামলা নং-১০১/২৪)। আদালত আমাদের পক্ষে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আদেশ দিলেও তারা উচ্চ আদালতে আপিল করে (মামলা নং-৪৭/২৫), যা চলমান রয়েছে।”

এছাড়াও, ভুক্তভোগী নারী প্রতারণা ও জাল দলিল সংক্রান্ত অপর দুটি মামলা দায়ের করেছেন, যার একটি ফৌজদারি (মামলা নং-১০১৬/২৪) এবং অন্যটি দলিল বাতিল সংক্রান্ত (মামলা নং-১১৭/২৫)।

আরও পড়ুনঃ গাইবান্ধার পার সোনাই ডাঙ্গা গ্রামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জমি দখলের চেষ্টা, সংঘর্ষে আহত ৮

তিনি লিখিতো প্রেসবিজ্ঞপ্তিতে আরো বলেন, আমাদের সম্পত্তির উপর আইনি কোনো নিষেধাজ্ঞা না থাকায় আমার পরিবার তাদের নিজস্ব বসতবাড়িসহ বিভিন্ন সম্পত্তি মাপ-যোগ করার জন্য একজন আমিনকে তলব করে। এতে জুন ও মুন ক্ষিপ্ত হয়ে গাবতলী থানায় আমার পরিবারের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে।

উক্ত থানার দায়িত্বরত এসআই সোহাগ আমার পরিবারকে ফোনকলে পুলিশ অনুসন্ধানের পূর্বে জমি মাপামাপি করতে নিষেধ করেন। কিন্তু তার এই বক্তব্য বিজ্ঞ আদালতের আদেশের বিপরীতে যা আইনগত শুদ্ধ নয়। উক্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেরাজুল ইসলাম আমার পরিবারকে থানায় তলব করে সতর্ক করেন যাতে করে, উক্ত ঘটনাস্থলে কোনো প্রকার বিশৃঙ্খলা ও সহিংসতা না ঘটে।

কিন্তু প্রশ্ন হলো-পক্ষ রায় পেয়েছে সে পক্ষ কেন সহিংসতামূলক ঘটনা ঘটাবে? তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তার পরিবারের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।


এই বিভাগের আরও খবর