শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

খুলনার আড়ংঘাটা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে সাংবাদিক সমাজে ক্ষোভ

রিপোর্টার নাম
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
খুলনার আড়ংঘাটা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে সাংবাদিক সমাজে ক্ষোভ

শেখ আব্দুল মজিদ :

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন শলুয়া স্লুইচগেটের পাশেই অবস্থিত আড়ংঘাটা প্রেসক্লাবে গত মঙ্গলবার (২৪ জুন) ভোররাতে সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।

আড়ংঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম বলেন, শলুয়া এলাকার সন্ত্রাসী সুজন সরকার (৩০), রসুল ফকির (৪৫), ওসমান মোল্লা (২৫), সেলিম মোড়ল (৩০), দিপু সরকার (৩৮) ও সবুজ শেখ (২৭)-সহ তাদের সহযোগীরা আমাকে সন্দেহ করে এ হামলা চালিয়েছে।

তারা ভাবেন, আমি প্রশাসনকে খবর দিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে সহয়তা করি এবং তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করি। এই শত্রুতাবশত তারা অফিসের সব কিছু তছনছ করেছে, ৯ বছরের গুরুত্বপূর্ণ সব ডকুমেন্ট পুড়িয়ে ফেলেছে, আসবাবপত্র, কম্পিউটার, জানালা-দরজা পর্যন্ত ভেঙেছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তিনি ।

তিনি আরও বলেন, সুজন সরকার শুধু সাংবাদিকদের উপরই নয়, সমগ্র এলাকায় এক আতঙ্কের নাম। সে শলুয়ার কুখ্যাত সন্ত্রাসী এবং আরিফ হত্যার প্রধান আসামি। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও প্রশাসন তার কাছ থেকে উদ্ধার করেছে।

তার বিরুদ্ধে ডাকাতি মামলা রয়েছে এবং সে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হিসেবে কাজ করে। এছাড়াও মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমি দখল, সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায়সহ নানা অপকর্মে সে জড়িত। তার অপতৎপরতায় শলুয়ার বাসিন্দারা কার্যত জিম্মি হয়ে আছেন।

এ ঘটনায় স্থানীয় ও ঢাকা প্রেস ক্লাব সহ সাংবাদিকরা গভীর ক্ষোভ প্রকাশ করেছেন এবং এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

এ বিষয়ে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তুহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি খুবই দুঃখজনক ঘটনা। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদিক সমাজ আশা করছে, অতি দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে এবং মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিক সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর ভূমিকা রাখতে হবে। অপরদিকে এই ঘটনা তীব্র নিন্দা প্রতিবাদ ও অপরাধীদের দূরত্ব গ্রেফতারের দাবি জানিয়েছেন ঢাকা প্রেসক্লাবের আলহাজ্ব মোঃ তৈয়বুর রহমান (চেয়ারম্যান,হৃদয় গ্রুপ),বিচারপতি ছিদ্দিকুর রহমান (আফিল বিভাগ), মোঃ আবুল হাসেম ( চেয়ারম্যান, বাংলাদেশ সর্বজনীন দল ও সম্পাদক

প্রকাশক , দৈনিক বাংলার সাংবাদ ), মোঃ সাইদুর রহমান রিমন (প্রকাশক ও সম্পাদক দৈনিক দেশ বাংলা),বহুভাষাবিদ প্রফেসার মোঃ মাসুদ এ খান (চেয়ারম্যান বেটার বাংলাদেশ ফাউন্ডেশন), কাজী হায়াৎ (সভাপতি চলচ্চিত্র পরিচালক সমিতি), মনোয়ার হোসেন ডিপজল (সিনিয়র সহ-সভাপতি চলচ্চিত্র শিল্পী সমিতি) , এস এম মোরশেদ (চেয়ারম্যান,ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন),সভাপতি আওরঙ্গজেব কামাল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ,

প্রেসক্লাব ফেডারেশনের যুগ্ম আহবায়ক ও দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক মোঃ আবুল হাসান, দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ মোস্তাাফিজুর রহমান,দৈনিক আমার বার্তা প্রতিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন,দৈনিক কালের চিত্রের সম্পাদক এফ আই ফারুক, দৈনিক মাতৃছায়ার প্রকাশক ও সম্পাদক খান মোতালেব হোসেন , দৈনিক দেশ সংবাদের প্রকাশক ও

আরও পড়ুনঃ লক্ষ্মীপুরে উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে১২ কোটি টাকার সরকারি সম্পদ উদ্ধার 

সম্পাদক মোঃ : শাহিন আল মামুন, দৈনিক বাংলার দূত পত্রিকা সম্পাদক মুন্সি জামিল উদ্দিন বাবু, সাপ্তাহিক অপরাধ চিত্রের প্রকাশক ও সম্পাদক ফজলুল হক, দৈনিক অবদানের প্রকাশক ও সম্পাদক এসএম হানিফ আলী, মাহফুজুর রহমান, দৈনিক বাংলার ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, দৈনিক পতিজ্ঞার প্রকাশক ও সম্পাদক নুরুন্নাহার সীমা, দৈনিক বর্তমান খবরের প্রকাশক ও সম্পাদক

মোঃ হুমায়ুন কবির,দৈনিক নতুন বাজারের সম্পাদক এ মান্নান, দৈনিক নীল সীমান্ত পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ হাসান হাবীব তালুকদার , দৈনিক মাতৃভূমি খবরের নির্বাহী সম্পাদক মেজবাউল আলম মোহন ,বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ হোসেন ভূঁইয়া, মিয়াজী সেলিম আহমেদ , আব্দুল্লাহ আল মামুন,আবু ইউসুফ, মোঃ আবুল হোসেন, মোঃ কুতুব উদ্দিন, শাহিন আলম আশিক,

আবুল হাসান  বেল্লাল,বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি খান সেলিম রহমান, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের আঞ্চলিক সাধারণ সম্পাদক কে এম মোহাম্মদ হোসেন রিজভী, এ কিউ বুলবুল, মো: মুকুল খসরু , জুয়েল খন্দকার , শারমিন সুলতানা মিতু , মেহেদী হাসান সবুজ , শাহনাজ আলম রোমানা , আলহাজ্ব শাহাজান আলম, মাহবুবুর রহমান প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দরা বলেন প্রেস ক্লাব কারো ব্যক্তিগত বা কোন রাজনৈতিক দলীয় সম্পত্তি নয়। তাহলে প্রেসক্লাব কেন ভাঙচুর বা লুটপাট এবং অগ্নিসংযোগ করবে। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে।


এই বিভাগের আরও খবর