রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

নিউইয়র্ক সিটির মেয়র প্রাইমারি আজ ২৪ জুন || সব জরিপেই এগিয়ে কোমো

রিপোর্টার নাম
পাবলিশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
নিউইয়র্ক সিটির মেয়র প্রাইমারি আজ ২৪ জুন || সব জরিপেই এগিয়ে কোমো

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

শেষ পর্যন্ত নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের প্রাইমারিতে সাবেক গভর্নর এবং সাবেক এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এ্যান্ড্রু কোমো হয়ত ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেতে যাচ্ছেন। এখন পর্যন্ত যতগুলো সমীক্ষা হয়েছে তার সবগুলোতেই তিনি এগিয়ে আছেন। এই প্রাইমারিতে লড়ছেন ১১ জন প্রার্থী। তাদের মধ্যে প্রথম তিনজন হলেন এ্যান্ড্রু কোমো, জোহরান মামদানি এবং ব্র্যাড ল্যান্ডার। দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এ্যান্ড্রু কোমো নির্বাচনে প্রার্থিতা ঘোষণার পর থেকে সকলের অনেক ওপরে অবস্থান করছেন জনমত জরিপের ফলাফলে।

নিউইয়র্ক সিটির মেয়র প্রাইমারি আজ ২৪ জুন || সব জরিপেই এগিয়ে কোমো
এ্যান্ড্রু কোমোর জন্ম নিউইয়র্কের কুইন্সে ১৯৫৭ সালে। তিনি ফোর্ডহ্যাম ইউনিভার্সিটি ও অলবেনি ল স্কুল থেকে জ্যুরিস ডক্টর ডিগ্রি পান। তার পিতা মারিও কোমোর গভর্নর নির্বাচনে ক্যাম্পেইন ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে এ্যান্ড্রু রাজনীতির খাতায় নাম লেখান।

মারিও কোমোকে জিতিয়ে দিলেও তিনি তার বাবার প্রশাসনে যোগ না দিয়ে প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন এবং নিউইয়র্ক সিটির হোমলেস কমিশনের চেয়ার হন। প্রেসিডেন্ট ক্লিনটন এ্যান্ড্রুকে তার প্রশাসনে ডিপার্টমেন্ট অব হাউজিং এন্ড আরবান ডেভেলপমেন্ট এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিয়োগ দেন। ১৯৯৭ সালে তিনি নিউইয়র্ক স্টেট এটর্নি জেনারেল নির্বাচিত হন। ২০০২ সালে গভর্নর নির্বাচনে দাঁড়ালেও জয় পাননি।

আরও পড়ুনঃ জনাব তারেক রহমানের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌছে দিন,সবার মূখে হাসি ফোটান মোঃ দেলোয়ার হোসেন ভূঞা

এ্যান্ড্রু কোমো ৬০% ভোট পেয়ে ২০১০ সালে নিউইয়র্ক স্টেটের গভর্নর নির্বাচিত হন। এই সময় তিনি স্টেটে বিভিন্ন অবকাঠামো উন্নয়নে ঝাঁপিয়ে পড়েন। ফলে ২০১৪ ও ২০১৮ সালে পুনরায় নির্বাচিত হন। কিন্তু করোনাকালে নার্সিং হোমে মৃত্যুর সঠিক সংখ্যা না দেয়ায় এবং বিভিন্ন স্ক্যান্ডালের কারণে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন।

যদিও করোনাকালে মানুষের শত হতাশার অন্ধকার কাটিয়ে আশাবাদ জাগিয়ে তোলার জন্য এ্যান্ড্রু কোমো প্রতিদিন সকালে প্রায় এক ঘন্টা উদ্দীপনামূলক গল্প বলতেন। সিএনএন এর জাতীয়ভিত্তিক নিউজ টিভি সেই গল্প প্রচার করতো। গভর্নর কোমোর এই উদ্যোগ অত্যন্ত সফল হয়।

এ্যান্ড্রু কোমো হাসিখুশি মানুষ। একটি রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় তার জীবনটা মানুষের এবং তার স্টেটের সেবায় অতিবাহিত করেছেন। করোনাকালে তার জনপ্রিয়তায় অনেকেই ঈর্ষান্বিত হন। অনেকে মিথ্যা অভিযোগ করে। কিন্তু তা প্রমাণ করতে ব্যর্থ হয়। কোমো প্রথমে ফেডারেল সরকারের, তারপর স্টেটের উন্নয়নে ঝাঁপিয়ে পড়েছেন, এখন নিউইয়র্ক সিটির উন্নয়নের জন্য মেয়র পদে দাঁড়িয়েছেন।

তার যোগ্যতা ও অভিজ্ঞতা নিশ্চয় তাকে আজ মংগলবার,২৪ জুনের নির্বাচনে জয় এনে দেবে। অনন্ত সবগুলো জরিপ বলছে, এ্যান্ড্রু কোমো বিজয়ের পথেই হাঁটছেন। তার বিজয় নিশ্চিত।তিনি গত সোমবার,২৩ জন,৩৯৫ হিউস্টন ষ্ঠীট ম‍্যানহাটান,নিউইয়র্ক সিটির প্রধান লেবার ইউনিয়ন অফিসের ৪ তলায় পাঁচ শতাধিক লেবার ইউনিয়নের নেতা-কর্মীদের উপস্থিতিতে বিকাল সাড়ে চারটায় ভোট দেয়ার ১২ ঘন্টা আগে তিনি তার বক্তব্যে রাখেন ।

এতে নিউইয়র্ক ষ্টেট সিনেটর জেসিকা রামুস,কমির দুই কন‍্যাসহ বিভিন্ন লেবার ইউনিয়নের নেতৃবৃন্দ,সিটি ও ষ্টেট এর প্রতিনিধি,কমিউনিটি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধি,বাপসনিউজ এডিটর ও আইবিএননিউজ২৪.কমের প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন যোগদান করেছেন এবং এন্ড্রু কমুর সাথে হেন্ড সেক করে শুভেচ্ছা বিনিময় করেছেন।এন্ড্রু কমু বাপসনিউজ ও আইবিএননিঊজ২৪.কম এবং সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকনকে ধন্যবাদ জানিয়েছেন অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য।


এই বিভাগের আরও খবর