সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনমঃ
আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত নাটকীয় ম্যাচে কয়েক সেকেন্ড পূর্বেই তৃষ্ণার গোলে শেষ হাসি হাসল বাংলাদেশ মুন্সিগঞ্জের সাবেক এমপি মো.আব্দুল হাই এর অবস্থা অবনতি হওয়ার হাসপাতালে ভর্তি আমরা বদলে গেছি ১৯৫ টা দেশ সাবেক চলমান রেমিট্যান্স যোদ্ধা পরিবার ৯ কোটি রূপসী পাড় উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় পাস করেনি একজনও বগুড়া’র সোনাতলায় সেনাবাহিনীর অভিযান: নকল তামাক কারখানায় ৪ জন গ্রেফতার! বগুড়া গাবতলী একজন প্রতিবন্ধী ছেলের জন্য বাবার আকুল আবেদন বাড়িতে প্রবেশ করার রাস্তাটি একটু প্রশস্ত করা ধামরাই উপজেলা নাগরিক পার্টি (এনসিপি)পক্ষ থেকে ঢাকার মিটফোর্ড হাসপাতাল সামনেই ব্যবসায়ী সোহাগ কে হত্যার প্রতিবাদ ও বিচারে দাবিতে বিক্ষোভ মিছিল করেন নিবন্ধন সম্পর্কে কিছু সংক্ষিপ্ত কথা ও গুরুত্ব : নির্বাচন নয় দেশের চলমান পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করা জরুরী বগুড়া সদরে মাদকসহ যুবক গ্রেফতার শ্রীপুরে সম্মিলিত উদ্যোগে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন বগুড়ায় সারিয়াকান্দি উপজেলায় নিজ বাড়ির গেইটের সামনে থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার নিরবে না,সাহসের সাথে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ান! মধুপুরে গৃহহীন সুপ্রীয়া ম্রী মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেন নিজ ঠিকানার মধুপুরে ৩ বেকারি ফ্যাক্টরির মালিককে জরিমানা  ১০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারী আটক! ফেনীর পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে বক্তারা – তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন করতে ত্যাগী পরিক্ষীত কর্মীদের মূল্যায়ন করতে হবে ঈশ্বরদীতে ইজারাকৃত নৌ-চ‍্যানেল চার্জের থেকে ২৫% চাঁদা না পেয়ে গুলাগুলির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপসী পাড় উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় পাস করেনি একজনও

মোহাম্মদ করিম, সিনিয়র রিপোর্টারঃ-
পাবলিশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

মোহাম্মদ করিম, সিনিয়র রিপোর্টারঃ-

বান্দরবানের লামা উপজেলায় এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ‘রূপসীপাড়া উচ্চ বিদ্যালয়ের’ থেকে ১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, কিন্তু কেউই পাস করেনি।

বিদ্যালয়টির নিয়মিত ৭ জন পরীক্ষার্থী গজালিয়া উচ্চ বিদ্যালয়ের নামে এবং অনিয়মিত ৮ জন পরীক্ষার্থী শহীদ আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের নামে পরীক্ষায় অংশ নেয়। বৃহস্পতিবার এসএসসি রেজাল্ট প্রকাশিত হলে সবাই ফেল করায় সমালোচনা মুখে পড়ে বিদ্যালয়টি।

জানা গেছে, লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের সদরে অবস্থিত বিদ্যালয়টি। পাঁকা দোতলা একাডেমি ভবন, আলাদা ছাত্রাবাস এবং বিশাল মাঠ সহ নান্দনিক পরিবেশে অবস্থিত স্কুলটি। বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ ৮ জন শিক্ষক কর্মরত রয়েছেন।

আরও পড়ুনঃ বগুড়া গাবতলী একজন প্রতিবন্ধী ছেলের জন্য বাবার আকুল আবেদন বাড়িতে প্রবেশ করার রাস্তাটি একটু প্রশস্ত করা

আবুল কালাম- প্রধান শিক্ষক, কাজী আলাউদ্দিন- সমাজ বিজ্ঞান, মোঃ সলিমুল্লাহ- ইসলাম ধর্ম, সালাউদ্দিন আল মামুন- গণিত, বিপুল কান্তি নাথ- কৃষি শিক্ষা, আনোয়ার হোসেন- ইংরেজি, মাহাবুব আলম- শারীরিক শিক্ষা ও মহসিন আলী- ভৌত বিজ্ঞান বিভাগে দায়িত্বে রয়েছেন। বর্তমানে বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ১৫০ জন শিক্ষার্থী রয়েছে এবং বিদ্যালয়টি এমপিওভুক্ত। বিদ্যালয়টি ১লা জানুয়ারী ১৯৯০ সালে স্থাপিত হয়।

অভিভাবক মোঃ কামাল হোসেন বলেন, আমার ছেলে মোঃ সাহেদ আলী এবছর স্কুল থেকে এসএসসি (অনিয়মিত) পরীক্ষা দিয়েছে। সে সহ এ বিদ্যালয়ে এবার কেউ পাস করতে পারেনি। এতে আমাদের এলাকার নাম খারাপ হচ্ছে। স্কুলে লেখাপড়া হয়না বললেই চলে। বিদ্যালয় পাশের বাসিন্দা সাখাওয়াতুল ইসলাম বলেন, শিক্ষকরা আছে তাদের মানমর্যাদার লড়াই নিয়ে। কেউ প্রধান শিক্ষক, কেউ হেডমাস্টার ও কেউ নিজেকে এনটিআরসি শিক্ষক দাবী করে দ্বন্দে লেগেই থাকে। ঠিকমতো ক্লাস নেন কিনা সেটি সংশ্লিষ্টদের দেখা প্রয়োজন। ইসলাম শিক্ষা বিষয়েও কি বাচ্চারা ফেল করে?

অভিযোগ রয়েছে, বিদ্যালয়টিতে শিক্ষা কর্মকর্তাদের কোনো তদারকি নেই। বিদ্যালয়টির কম্পিউটার ল্যাবের বরাদ্দ এলেও অজ্ঞাত কারণে তা করা হয়নি। বরাদ্দের টাকা তসরুপ করা হয়েছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলা সাড়ে ১১টা বা ১২টার আগে স্কুলে আসেননা। সপ্তাহে দুই একদিন স্কুলে আসেন। ছাত্র-ছাত্রীদের হাজিরা খাতা নেই। স্কুলের পাহারাদার, দপ্তরীও নিয়মিত আসেনা। কেউ স্কুল পরিদর্শনে আসলে প্রধান শিক্ষকের আপ্যায়নে তারা সব ভুলে যান !

সহকারী কয়েকজন শিক্ষক বলেন, এবছর কয়জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়েছে ঊনারা জানেননা। বিদ্যালয়ের সবকিছু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ন্ত্রণ করেন। শিক্ষকদের মূল বেতনের ২৫% পাহাড়ি ভাতা স্কুল থেকে দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়না। স্কুলে পানির ব্যবস্থা নেই। বিদ্যালয়ের সার্বিক অবস্থা তুলে ধরে প্রায় ১৫ দিন আগে স্কুলের এডহক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) আনোয়ার হোসেন লিখিত অভিযোগ করেছিল।

বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী নাহিদা সুলতানা আফরিন জানান, দিনে ২/৩ টার বেশি ক্লাস হয়না। তার ক্লাসে কাগজেপত্রে ৪৬ জন শিক্ষার্থী থাকলেও ২০/২৫ জনের বেশি স্কুলে আসেনা। ক্লাস হয়না এসে লাভ কি? স্কুল ভেঙ্গে একাকার হওয়ায় স্কুল সংষ্কার, ক্লাস না হওয়া এবং শিক্ষকরা অনিয়মিত স্কুলে আসা কারণে গত ফেব্রæয়ারী মাসে স্কুলের শিক্ষার্থীরা ক্লাস বয়কট করেছিল। তাও কাজ হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কাজী আলাউদ্দিন বলেন, এ বছর আমাদের স্কুল থেকে ৭ জন নিয়মিত ও ৯ জন অনিয়মিত পরীক্ষা দিয়েছিল। বিদ্যালয়টিতে শিক্ষার্থী পাওয়া যায়না। যে কজন শিক্ষার্থীরা এবছর পরীক্ষা দিয়েছে এরা বাসায় ঠিকমতো পড়াশোনা করে না। যার ফলে উত্তীর্ণ হতে পারেনি। তারা টেস্ট পরীক্ষায়ও ফেল করেছিল, অভিভাবকের জোরাজুরিতে বোর্ড পরীক্ষা দিতে সুযোগ দেয়া হয়েছিল।

আরও পড়ুনঃ বগুড়া’র সোনাতলায় সেনাবাহিনীর অভিযান: নকল তামাক কারখানায় ৪ জন গ্রেফতার!

রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহ আলম আক্ষেপ করে বলেন, যেখানে নরসিংদী নাসিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস্ এসএসসি পরীক্ষায় ৩২০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২০ জনই এ-প্লাস আর আমাদের স্কুলে শতভাগ ফেল করে। লজ্জা কারো প্রশ্নের উত্তর দিতে পারছিনা।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মোঃ মঈন উদ্দিন বলেন, রূপসীপাড়া উচ্চ বিদ্যালয়ের বিষয়ে শুনেছি। ১৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিলেও কেউ পাস করতে পারেনি।


এই বিভাগের আরও খবর