আবুল কালাম আজাদ,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) সকাল ১০টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের আয়োজনে নগরীর টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। তিনি বলেন, “মাদক শুধু ব্যক্তি নয়, সমাজকে ধ্বংস করে দেয়। তরুণদের রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা। তিনি বলেন, “আইন প্রয়োগের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।”
প্রধান আলোচক হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ জাফর উল্ল্যাহ কাজল বলেন, “মাদক নিয়ন্ত্রণে সমাজের সকলে মিলে প্রতিরোধ গড়তে হবে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, “জনসম্পৃক্ততা ছাড়া মাদকবিরোধী অভিযান সফল হবে না।”
বিশেষ অতিথি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া বলেন, “মাদকবিরোধী যুদ্ধ শুধু পুলিশের নয়, এটা পুরো জাতির লড়াই।”
অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুর রহমান বলেন, “চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাইফুল ইসলাম বলেন, “মাদকাসক্তি চিকিৎসা ও সহানুভূতির মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব।”
জেলা জামায়াত আমীর মোঃ আব্দুল করিম বলেন, “নৈতিক শিক্ষার প্রসারে ধর্মীয় অনুশাসন জরুরি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:
মহানগর মহিলা দল সভাপতি খালেদা আতিক: “মাদকের বিরুদ্ধে নারীদেরও সক্রিয় হতে হবে।”
শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান: “মাদকের কারণে যেন আর কোনো বাবা সন্তান হারায় না।”
জুলাই আন্দোলনের সমন্বয়কারী মেহেদী হাসান সিয়াম: “যুব সমাজকে সচেতন করে নেতৃত্বে আনা জরুরি।”
সেতু নিরাময় কেন্দ্রের খালেদ মাহমুদ চৌধুরী: “নিরাময়, ভালোবাসা ও পুনর্বাসন—এই তিনে ফিরিয়ে আনা যায় মাদকাসক্তকে।”
বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক অলি উল্লাহ: “বৈষম্য দূর না হলে তরুণরা হতাশায় মাদকগ্রস্ত হবে।”
সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম: “সৃজনশীলতার চর্চা তরুণদের রক্ষা করতে পারে।”
অবসরপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান: “নতুন প্রজন্মকে নেতৃত্বে আনা ছাড়া এই লড়াইয়ে জয় সম্ভব নয়।”
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা অফিসের প্রসিকিউটর সৈকত দত্ত।
আলোচনা সভার আগে নগরীতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।