বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনমঃ
অতিবৃষ্টির ফলে ৫০টি পরিবার পানিবন্ধি হওয়ায় ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা দিরাইয়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহনে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে দুই প্রতিষ্টানকে অর্থদন্ড কুড়িগ্রামে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নব গঠিত কমিটির উদ্যোগে ফল উৎসব পানছড়িতে লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত আদালতের ২০০৮ সালের রায়কে পুঁজি করে ১৭ বছর ধরে পদ্মায় অবৈধ বালু উত্তোলন, রূপপুর প্রকল্প, হার্ডিং ও লালন শাহ সেতু চরম ঝুঁকিতে বিমূঢ় দুটি মুখ “ —- হিলারী হিটলার আভী মায়ের হাসি- সাঈদুর রহমান লিটন যুদ্ধ তোমাকে কি দিবে- জাহাঙ্গীর চৌধুরী সন্ধ্যারেখা – নবাব শাহজাদা বর্ষার অলিখিত প্রেম- আসাদুজ্জামান খান মুকুল গজারিয়ায় অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষের লক্ষ্মীপুরে ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মধুপুরে বৃক্ষমেলা উদ্বোধনের মধ্য দিয়ে ২দিনে  ৮০হাজার অবৈধ গাছ ধংস  ক্যান্সার আক্রান্ত মেয়েকে বাঁচাতে পঙ্গু বাবার আর্তনাদ. খাগড়াছড়ি পাজেপ এর সদস্য থেকে চেয়ারম্যানের দায়িত্বে শেফালিকা ত্রিপুরা কুমিল্লায় বুড়িচং মোকাম বড় বাড়ীর রাস্তা বন্ধ করে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মহালছড়িতে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব কর্তৃক দুর্গাপুর উপজেলায় পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন জলাবদ্ধতা নিরাসনে সরজমিনে পরিদর্শন করেন

ময়মনসিংহে নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্য, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
পাবলিশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ শহরের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। চাল, পেঁয়াজ, মাছ, মাংস ও সবজির দাম কয়েক মাস ধরেই ঊর্ধ্বমুখী। বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক থাকলেও মনিটরিংয়ের অভাব ও অসাধু ব্যবসায়ীদের কারসাজির কারণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ ক্রেতাদের।

মেছুয়া বাজারে বাজার করতে আসা গৃহবধূ ফারজানা আক্তার বলেন, বাজারে গিয়ে দামের কারণে প্রতিদিনই হিসাব মেলাতে হিমশিম খেতে হয়। মাস শেষ হওয়ার আগেই খরচে টান পড়ে যাচ্ছে।

দিনমজুর রহিমের ক্ষোভ, আগে সপ্তাহে একদিন হলেও মাছ খেতাম। এখন এক কেজি মাছ কেনাও কষ্ট। সরকার যদি নিয়মিত তদারকি করত, তাহলে এমন পরিস্থিতি হতো না।

বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ দোকানে মূল্যতালিকা টাঙানো থাকলেও তা মানা হচ্ছে না। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভোক্তারা। স্থানীয় খুচরা দোকানদার আনোয়ার বলেন, পাইকারি দামে মাল কিনতেই আমাদের কষ্ট হয়। তাই অনেক সময় আমরা দাম বাড়াতে বাধ্য হই। তবে কিছু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে, প্রশাসনের নজরদারি দরকার।

আরও পড়ুনঃ রূপগঞ্জে ইলেকট্রিশিয়ানকে কুপিয়ে হত্যা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ভোক্তাদের দাবি, এসব অভিযান জোরালো না হলে তেমন কোনও পরিবর্তন আসবে না।

একাধিক ভুক্তভোগী মনে করছেন, সিন্ডিকেট ভাঙা না গেলে ন্যায্য দামে পণ্য পাওয়া যাবে না। গৃহবধূ শারমিন বলেন, নিম্নবিত্তের জন্য তো বাজারে যাওয়া মানেই দুর্ভোগ। সরকার যদি কঠোর ব্যবস্থা নিত, তাহলে অন্তত কষ্টটা কিছুটা কমতো

অস্বাভাবিক দামের এই প্রবণতা দ্রুত নিয়ন্ত্রণে না এলে ভোক্তাদের দৈনন্দিন জীবনে আরও চরম প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরও খবর