মির্জা সুমন, ফ্রান্সঃ
আমার ধারণা ছিলো রেজভান মিসাইল নিয়ে ইরানী এক্সপার্টরা যা দাবী করে তার বড়জোর ১০% সত্য। কিন্তু রিয়ালিটি ডিফ্রেন্ট। রেজভান আসলেই সুপার্ব প্রিসিশন ওয়েপন! প্রতি মিনিটে ১৬৫ কিলোমিটার দূরত্ব অতিক্রমে সক্ষম।
টার্মিনাল অর্থাৎ হিট করার মুহূর্তে ওয়ারহেড স্পীড আরও বেশী, ২০০’র মতো। অ্যাকিউরেসি ১২-১৫ মিটার। কিন্তু সবচেয়ে বড় যে ফ্যাক্টর তা হলো এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশান/ডিটেকশন এভয়েড করার টেকনোলোজি!
আরও পড়ুনঃ “বাবা”-মাকসুদা সুলতানা ঐক্য
ইরান যদি হাজারের সংখ্যায় এটি বানিয়ে থাকে তাহলে ২০ হাজার স্কয়্যার কিলোমিটারের ইব্লিশি এস্টাবলিশমেন্টকে নাই করে দেয়ার যে হুমকি দেয় ভুল না।
আরেকটি বিষয়, মিসাইলের ওয়ারহেড সেকশনটা খেয়াল করে দেখেন। নোজ কাভারিং স্মুথ না, মানে এটি হয় পুরোটাই থার্মাল সিরামিক অথবা সিরামিক-স্টিল কাম্পোজিটে তৈরি যা মাক ১৮ পর্যন্ত হিট সাস্টেইন করতে পারে!,,,,,,,,,,,,,,,সৌদির আল-খারজের
প্রিন্স সুলতান এয়ার বেইজে স্থাপিত মার্কিন ঘাঁটিতে বিপুল সংখ্যক যুদ্ধবিমান এবং সামরিক বিমান মোতায়েন করেছে অ্যামেরিকা। মিজারভিশনের ১৯ জুনের স্যাটেলাইট চিত্রে উল্লেখিত এয়ারক্রাফট দেখা গেছে 👇
২২ টি KC-135 রিফুয়েলিং এয়ারক্রাফট
৫৩ টি F-16 ফাইটার জেট
১০ টি C-130 ট্যাকটিক্যাল এয়ারলিফটার
সম্ভাব্য ইসরাইল আক্রমণে এই বহর ব্যবহৃত হবে তাতে কোন সন্দেহ নেই!