মোজাফফর রহমান সিনিয়র রিপটারঃ
বগুড়া জেলা কিন্ডার গার্টেন স্কুল ও বেসরকারি স্কুলের সকল শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার অংশগ্রহণ দাবিতে বগুড়া সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত কাল২৪শে জুলাই বৃহস্পতিবার সাকাল১১টায় বগুড়া সাতমাথায় বগুড়া জেলার
বিভিন্ন উপজেলার কেজি স্কুলের পরিচালক ও শিক্ষকরা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনামুল হক কেন্দ্র কমিটির সদস্য বিকেএস আজম হুদা শেখ জেলা সভাপতি,বি কে এস, আমিনুল ইসলাম মিশা সচিব বাংলাদেশ কিন্ডার গার্ডেন সোসাইটি, বগুড়া জেলা , মাওলানা আব্দুল
আরও পড়ুনঃ মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে খাগড়াছড়ি প্রেসক্লাবের দোয়া মাহফিল ও কুরআন খতম
হাসিম,সভাপতি আদর্শ শিক্ষক ফেডারেশন , রায়হানুল হক রানা জেলা সভাপতি বাংলাদেশ কিন্ডার গার্টেন শিক্ষক পরিষদ, জহুরুল ইসলাম বাদশা সাধারণ সম্পাদক বাংলাদেশ কিন্ডা গার্ডেন শিক্ষক পরিষদ , আহসান হাবীব সবুজ সারাকান্দি
সভাপতি, তবিবুর রহমান গাবতলী সভাপতি, শাহ আলম সভাপতি ধনুট, শাফিক সরদার সভাপতি শিবগঞ্জ , মামুনুর রশিদ সভাপতি নন্দীগ্রাম,মোখলেছার রহমান সদস্য খাইরুল ইসলাম সোনাতলা সভাপতি সহ সকল উপজেলা শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে পরিচালকরা ডিসি অফিসে ডিসি মহোদয় ও বগুড়া জেলা শিক্ষা অফিসে স্মারকলিপি প্রধান।