তালাত মাহামুদ নরসিংদীর প্রতিনিধিঃ
১৮ জুলাই, পলাশ বিএনপির ঐতিহাসিক সম্মেলনে আপনার অংশগ্রহণ নিশ্চিত করুন
প্রিয় পলাশবাসী,
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সহযাত্রীগণ,
ড. আব্দুল মঈন খাঁনের নেতৃত্বে আগামী ১৯ জুলাই পলাশে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ঐতিহাসিক রাজনৈতিক সম্মেলন। এই সম্মেলন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়—এটি গণতন্ত্রের পথে এগিয়ে চলার আহ্বান, একটি ঐক্যবদ্ধ ভবিষ্যতের সূচনা।
এই গুরুত্বপূর্ণ মুহূর্তে,
আমি, বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, নরসিংদী জেলার ও নরসিংদী পলাশ নির্বাচনী এলাকা (২)
আপনাদের—ছোট-বড়, নবীন-প্রবীণ, শহর-গ্রামের সকল বিএনপি নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক আহ্বান জানাই:
আরও পড়ুনঃ ডুমুরিয়ার খর্নিয়া ডোমরার বিলে কচুরিপানায় বন্ধ খরস্রোতা খাল, পানির সংকটে লক লক্ষ মানুষ
> আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে,
বিভাজন ভুলে এক কাতারে দাঁড়াই,
পলাশের মাটিতে গড়ে তুলি ঐক্যের প্রাচীর—
গণতন্ত্রের অভিযাত্রায় যার ভিত্তি হবে এই সম্মেলন।
ড. মঈন খাঁনের ডাকে সাড়া দিয়ে
১৮ জুলাই একত্রিত হোন
এই সম্মেলনেই ফুটে উঠুক পলাশের নবজাগরণ—
এই সম্মেলনই হোক আমাদের আগামী দিনের প্রেরণা।
তারিখ: ১৮ জুলাই বিকেল তিনটা ২০২৫
ঐতিহাসিক পাঁচদোনার মোড়
আরও পড়ুনঃ ১৯ জুলাই ঢাকা সোহরাওয়াদী উদ্যানে জামায়াতে ইসলামী বিশাল সমাবেশের উদ্দ্যেশে যাত্রা
> “আপনার উপস্থিতিই আমাদের শক্তি,
আপনার কণ্ঠস্বরেই জাগবে পলাশের গণতন্ত্র।”
সাধারণ মানুষের অধিকার, ভোটের অধিকার এবং দেশমাতৃকার স্বাধীনতা রক্ষায়
আপনার অংশগ্রহণ জরুরি।
বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক
পলাশ উপজেলা বিএনপি নরসিংদী