মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটারঃ
গাজীপুরস্থ নেত্রকোণা জেলা সমিতির নবগঠিত ১২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি আজ সর্বসম্মতিতে ঘোষণা করা হলো।সম্মানিত সভাপতি মনোনীত হয়েছেন সমিতির পর পর দুই বারের সফল সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুস সালাম আজাদ সাহেব।
সম্মানিত সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন একজন সফল উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজ সেবক। জনাব মোঃ হিমেল খান সাহেব।
উক্ত কমিটিতে আরো আছেনঃ
সিনিয়র সহসভাপতি : বাবু নিখিল কর লিটন;
সহসভাপতি : বাবু হীরেন্দ্র সরকার হীরু;
সহসভাপতি : বাবু মানিক সরকার ;
যুগ্ন সাধারণ সম্পাদক: জনাব মোঃ আল মামুন;
কোষাধ্যক্ষ : জনাব মোঃ নিউটন মিয়া;
প্রচার ও প্রকাশনা : মোঃ সাইদুল ইসলাম ;
আরও পড়ুনঃ কক্সবাজারের প্রথম পর্দাশীল নারী বাইকার সামরিনা শাবনুর
সাংগঠনিক সম্পাদক : জনাব মোঃ সাগর হাসান পিয়াস( মোহনগন্জ);
সাংগঠনিক সম্পাদক : জনাব মোঃ আলী আহম্মেদ সজীব ( পূর্বধলা) ;
সাংগঠনিক সম্পাদক: জনাব এস এম পারভেজ সরকার ( আটপাড়া)
সাংগঠনিক সম্পাদক:জনাব মোঃ জাকির হোসেন মনা(খালিয়াজুড়ি)
উক্ত সভায় নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোঃ দেলোয়ার শেখ।
জনাব মোঃ সোহেল রানা।
সাবেক আহ্বায়ক জনাব মোঃ আমিন মিয়া সহ
শাখা কমিটির নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটিকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা♥
সর্বসম্মতিতে শীঘ্র পূর্ণাঙ কমিটি ঘোষণা হবে, ইনশাআল্লাহ।
সৌজন্যেঃ কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম।