মোজাফফর রহমান সিনিয়র রিপোর্টারঃ
গাবতলী মহিষাবান ইউনিয়নে মহিষাবান উচ্চ বিদ্যালয়ের মাঠে১৮/৭/২৫ইংশুক্রবার ছাত্রদলের আয়োজনে ওয়ার্ড ভিত্তিক শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে আহ্বায়ক মহিষাবান ইউনিয়ন ছাত্রদল তমিরুল ইসলাম তৌকিরএর সভাপতিতেঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদও মহিষাবান ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল্লাহেল বাকী,উদ্ভোধক ভারপ্রাপ্ত সভাপতি গাবতলী উপজেলা
আরও পড়ুনঃ কাল প্রথমবারের মতন বান্দরবানে আসছে এনসিপি’র শীর্ষ নেতারা কঠোর নিরাপত্তা
ছাত্রদল নাজমুল হাসান ডিট ল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক গাবতলী উপজেলা বিএনপি ও সাধারণ সম্পাদক মহিষাবান ইউনিয়ন বিএনপি এম আর ইসলাম রিপন,মহিষাবান ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন,ও নুরুল ইসলাম ,ইউপি সদস্য জহুরুল ইসলাম টপি, মোঃ লিটন সভাপতি মহিষাবান উচ্চ বিদ্যালয়, আমন্ত্রিত অতিথি মশিউর রহমান সুমন যুগ্ন আহবায়ক গাবতলী উপজেলা
যুবদল, আক্কাস আলী সদস্য গাবতলী উপজেলা যুবদল, রকি সরকার সদস্য উপজেলা স্বেচ্ছাসেবক দল, হাসানুজ্জামান হাসান মহিষাবান ইউনিয়ন যুবদল,রেজাউল করিম সিনিয়র যুগ্ন আহ্বায় মহিষাবান ইউনিয়ন যুবদল, উজ্জল সরকার সদস্য সচিব মহিষাবান
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল,আহবানে মানিক বাবু যুগ্ম সাধারণ সম্পাদক গাবতলী উপজেলা ছাত্রদল, মিজানুর রহমান কনক সিনিয়ার যুগ্ন আহবায় মহিষাবান ইউনি য়ন ছাত্রদল,সোহান হাসান বাবু, সঞ্চালনায় আশিক হাসান সহ বিভিন্ন পর্যায়ে নেতাও কর্মী উপস্থিত ছিলেন।