মোঃ কুতুব উদ্দিন,ঢাকাঃ
দরবারে আউলিয়া কাটাখালী সুলতানুল আউলিয়া শাহসূফি মাওঃ আব্দুল জব্বার(রঃ) এর বড় ছেলে মাঃ আবুল বাশার পীর সাহেব ওরশ মোবারক ১১ তম পবিত্র ওফাত দিবস ১৮ ই জুলাই, মিলাদ মাহফিল শিন্নী বিতরণ শেষ রাত গভীরে জিকিরের ভাব এবং ভাবসংগীত এর আসর জমান দরকার শরীর এর উঠোনে।
গুরু ভক্ত আশে কান গণ এই ওফাত দিবসে দূর দূরান্ত থেকে আগত ভক্ত শিষ্য গণ আসেন গুরুর দরবারে।সারারাত ব্যাপী ভাব আসরের ভাব।
সংগীত চলবে ফজরের আযান পর্যন্ত তারপরে পূনরায় শিন্নী সেবা দিয়ে ভক্ত আশেকানদের বিদায় পর্বের পালা বিদায় নিবেন বিভিন্ন জেলা থেকে আগত ভক্ত আশেকান।
উক্ত ওফাত দিবসের বিশেষ বিশেষ শ্রমে এবং সার্বিক ব্যবস্থাপনায় দরবারের পক্ষে মোঃ মেহের আলী গুরু দরবারে সেবা প্রদান করেন।