এম এ রউফঃ
এদেশে যারা অন্যায়ের রাজা হাতে চায় নেতা হতে চায়। তাদের রাজদন্ড; আমরা হবো সত্য, হাতে ন্যায়দন্ড। আমরা রেমিট্যান্স যোদ্ধা পরিবার। রাজার পক্ষে নিযুক্ত রাজবেতনভোগী। রাজকর্মচারী।
আমাদের পক্ষে সকল রাজার রাজা, সকল বিচারকের বিচারক, আদি অন্তকাল ধরে সত্য জাগ্রত আল্লাহ পরিশেষে আমার বক্তব্য টি সংক্ষিপ্তভাবে শেষ করব লোভে পাপ পাপে মৃত্যু হয়েছে।
আরও পড়ুনঃ মাদক ব্যবসায়ী ২জন ৭৭০পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার
সেই মৃত্যু অনিবার্য। এই মৃত্যু অকাল মৃত্যু কে কি বলেন।নাটক করে দখল করে মরবেন না। গনতন্ত্র অধিকার না বূঝে পালা পালি করছ কেনন?? গনতন্ত্র অধিকার মৌলিক অধিকার সবার জন্য আছে।
কে কাউ কে মানা করতে পারি বেন না। world wide kaaba Fundation international team রেমিট্যান্স যোদ্ধা পরিবার পরিচালিত
এই দেশ স্বাধীন বাংলা দেশ দেশ নষ্ট করার পায়তারা কে শুরু করছেন। সোনার বাংলা দেশ। এই দেশে লূট পাটের গল্প ও কারখানা কে তৈরি করছেন।
লোভে পাপ পাপে মৃত্যু। সকল নাগরিক ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। একে অপরকে দোষারোপ না করে ভালোবাসা তৈরি করতে চাই। সুন্দর একটা দেশ গঠন ও সমাজ গঠন করতে চাই।
এম এ রউফ
আমরা
রেমিট্যান্স যোদ্ধা পরিবার
কাতার।