নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ মাতৃভূমি দল এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাজী হালিম রাজ। নতুন ঘোষিত বাংলাদেশ মাতৃভূমি দল–এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির
সকল উপদেষ্টা, সকল সদস্য, এবং সমস্ত সুবান্ধব ও শুভানুধ্যায়ীকে অন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আরও পড়ুনঃ মব সন্ত্রাস বনাম গণতন্ত্র: এক বিবেকের দলিল- হালিম রাজ
আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা ও অংশগ্রহণে গঠিত এই নব আহ্বায়ক কমিটিই আগামী দিনের গণতন্ত্র, ন্যায্যতা ও জাতীয় স্বার্থ-সংশ্লিষ্ট রাজনৈতিক অভিযাত্রার মূল চালিকাশক্তি হয়ে উঠবে—এই প্রত্যাশা রাখি।
হাজী হালিম রাজ
আহ্বায়ক
বাংলাদেশ মাতৃভূমি দল