বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনমঃ
আওয়ামী ফ্যাসিবাদী পুনর্বাসিত কমিটি বাতিল চেয়ে সোনালী ব্যাংক সিবিএ’র সংবাদ সম্মেলন দিনাজপুর “জেলা গোয়েন্দা শাখা”৬০০পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন গ্রেফতার সিলেটের লন্ডনীপাড়া থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রদীপ রায় আটক কুড়িগ্রামে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের ডাকে বিক্ষোভ সমাবেশ ফুলে যেমন মধু ও বিষ, রাজনীতিতেও তাই-হালিম রাজ বগুড়া শহরের দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য সহ ৫ শীর্ষ মাদক কারবারী আটক জনগণও যেনতেন নির্বাচন করতে দিবে না : জেএসএফ বাংলাদেশ টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃত্যুতে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ এর শোক প্রকাশ প্রতিটি দুর্নীতির বিচার করা হবে! সকলের আমলনামা আছে। প্রতিটি অন‍্যায়ের জন‍্য আপনারা দায়ী।গণঅভ্যুত্থান আপনাদের জন‍্য হয়নি চট্টগ্রামের সিআরবি’র ঐতিহাসিক হাতির বাংলো! অনেকেরই অজানা আগামীর বাংলাদেশ হবে জমিয়তে উলামায়ে ইসলামের বাংলাদেশ অনিশ্চিত ভবিষ্যৎ পাঁচ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া তুষারের লালমাই উপজেলার ভুশ্চি বাজারে ভুয়া ডাঃ মোছা: আছিয়া খাতুন (৪৩)- কে অর্থদণ্ড প্রদান মিশরে বাংলাদেশি যুবকের মর্মান্তিক আত্মহত্যা: ব্যবসায় ধস, দুঃসহ চাপ, বিদায়ী চিঠিতে রাজনৈতিক ক্ষোভ মুহাম্মাদ (ﷺ): মানুষ, নবী এবং রাসূল হিসেবে এক সত্তা মানবতার ফেরিওয়ালা অপু ফাউন্ডেশন এর আর্থিক সহযোগীতা প্রদান কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ”রসসাতাশতম বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠিত কবি এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী’র ৬৫তম জন্মবার্ষিকী ১৭ জুলাই বৃহস্পতিবার পাঁচবিবিতে ভিজিএফের চাল বিতরণ সরাইলে ময়না হত্যা মামলায় ইমাম ও মোয়াজ্জিম কে রিমান্ডে

জীবন-এর প্রথম বণভোজন এবং সভাপতি কারাম চৌধুরী ও সাধারণ সম্পাদক রাসেক মালিক নির্বাচিত

রিপোর্টার নাম
পাবলিশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

“জীবন” জ‍্যামাইকা ইন্টারগেটেড বাংলাদেশী অফির্সাস নেটওয়ার্ক এর প্রথম বণভোজন এবং কমিটি গত শনিবার,২৮ জুন ,নিউইয়র্কের জ‍্যামাইকার ক্যানিংহ্যাম পার্কে একতা, সংস্কৃতি ও ভালোবাসার উৎসবে হয়ে গেল “জীবন” এর প্রথম বণভোজন এবং কমিটি । খবর বাপসনিউজ।

২০১৭ সালে, জামাইকা, কুইন্সে একটি শক্তিশালী স্বপ্নের জন্ম হয়—নিউইর্য়কের জামাইকাই বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়কে সংযুক্ত করা, ক্ষমতায়ন করা এবং অনুপ্রাণিত করার এক মহৎ লক্ষ্য নিয়ে। তখন থেকে ছোট্ট পরিসরে বর্ষবরণ, হলিডে পার্টি ও ফ‍্যামিলি বণভোজন হলেও এ বছর সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে শুরু করে,

 

যখন জামাইকাবাসি নতুন আঙ্গিকে ও নতুন নামে একরকম বড় পরিসরে বণভোজন এর আয়োজন করে। JIBON – Jamaica Integrated Bangladeshi Officers Network এর বণভোজন অনুষ্ঠিত হয় কুইন্সের ক্যানিংহ্যাম পার্কে। ২০১৭ সালের সেই ছোট্ট জামাইকাবাসি গ্রুপ ২০২৫ সালের জুন মাসে পরিচিতি পায় “জীবন” নামে ।

এই বণভোজন কেবল একটি আয়োজন ই নয়, বরং এটি ছিল আমাদের ঐতিহ্য, একতা ও ভালোবাসার এক উজ্জ্বল উদযাপন। পরিবার, বন্ধু, এবং সহকর্মীরা একত্রিত হয়েছিল একটি আনন্দঘন দিনে—যেখানে ছিল হাসি, গান, গল্প এবং চিরন্তন স্মৃতি।

ক্যানিংহ্যাম পার্ক যেন সেদিন জীবন্ত হয়ে উঠেছিল। বিশেষ করে শিশুদের জন্য ছিল নানান মজার আয়োজন—ফেস পেইন্টিং, বেলুন, জাদু প্রদর্শনী, কটন ক্যান্ডি, বাবল্স , ওয়াটার গান খেলা, এবং আরও অনেক কিছু। বড়রাও উপভোগ করেছেন বিভিন্ন দলগত খেলা, আড্ডা, এবং সাংস্কৃতিক পরিবেশনা, যা সবাইকে একে অপরের আরও কাছাকাছি নিয়ে আসে।

দিনটির অন্যতম আকর্ষণ ছিল মজাদার খাসির মাংসের ঝোল যা রান্না করেছিলেন আমাদের নিজেদের সদস্যরা। এই খাবার শুধু মুখরোচক ছিল না—এটি ছিল আমাদের সংস্কৃতি, ভালোবাসা এবং আতিথেয়তার এক জীবন্ত প্রমাণ।

এই বণভোজন শুধু একটি অনুষ্ঠানের সূচনা নয়, বরং একটি আন্দোলনের শুরু—যা জামাইকাতে বসবাসরত বাংলাদেশি আমেরিকান ল এনফোর্সমেন্ট অফিসারদের একটি শক্তিশালী নেটওয়ার্কে পরিণত হওয়ার পথে প্রথম ধাপ । বলেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও নবনির্বাচিত কর্মকর্তা গন ।

এই অসাধারণ দিন এবং সংগঠনের অগ্রগতির পেছনে যাঁদের পরিশ্রম ও নেতৃত্ব রয়েছে, তাঁরা হলেন “জীবন” এর ফাউন্ডার ও নির্বাহী বোর্ডের সদস্যরা ।তারা হলেন
ফাউন্ডার সার্জেন্ট মেহেদী মামুন ,পুলিশ অফিসার রাজিব ঘোষ এবংপুলিশ অফিসার সর্দার আল মামুন ।

নির্বাহী বোর্ডের সদস্যরা হলেন সভাপতি,ক্যাপ্টেন কারাম চৌধুর,সহ-সভাপতি: পুলিশ অফিসার মোঃ হালিম,সাধারণ সম্পাদক ডিটেকটিভ রাসেক মালিক ,কোষাধ্যক্ষ: ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট পঙ্কজ রায়,সহ-কোষাধ্যক্ষ: ট্রাফিক সুপারভাইজার অনিক ইসলাম,ইভেন্ট কো-অর্ডিনেটর: এনওয়াইসি কারেকশন সার্জেন্ট হাসান আহমেদ,স্পোর্টস লিয়াজোন: পুলিশ অফিসার মোহাম্মদ মাকিজ,মিডিয়া লিয়াজোন ট্রাফিক সুপারভাইজার পাপিয়া শারমিন।

আরও পড়ুনঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবৈধ ও বেআইনি কারাদণ্ড দেয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের তীব্র প্রতিবাদ র‍্যালি

তাঁদের কঠোর পরিশ্রম, আন্তরিকতা এবং নেতৃত্বের মাধ্যমেই “জীবন” আজ একটি শক্তিশালী, গর্বিত, এবং সক্রিয় কমিউনিটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এ অনুষ্ঠানে
সম্মাননা প্রদান করালগয় এই বছরের পিকনিকে, জীবন গর্বের সাথে কিছু গুণী ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে কমিউনিটি সার্ভিস, সামাজিক কর্মকাণ্ড এবং পেশাদারিত্বের জন্য বিশেষ সম্মাননা প্রদান করেছে।

সম্মাননা প্রাপ্তরা হলেন ইন্সপেক্টর আদিল রানা ,ইন্সপেক্টর আব্দুল্লাহ খানডকার,অবসরপ্রাপ্ত ডিটেকটিভ সেকেন্ড গ্রেড মাসুদ রহমান,মির সাব্বির,জুহাইব চৌধুরী,ফকরুল ইসলাম দেলোয়ার,শাহরিয়ার রহমান,গিয়াস আহমেদ,ড.দিলীপ নাথ,রিনা সাহা,বিলাল চৌধুরী,ডেপুটি ইন্সপেক্টর রালফ এ. ক্লেমেন্ট,টিএসবিএ প্রেসিডেন্ট মোহাম্মদ উদ্দিন,অ্যাটর্নি আফফার বক্স,ভিভিড মর্টগেজ (প্রতিষ্ঠান)।

ক্যানিংহ্যাম পার্কে জীবনের প্রথম পিকনিকে মনে হচ্ছিল জীবন শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার, একটি স্বপ্ন, এবং একটি চলমান পরিবর্তনের প্রতীক। প্রায় তিন শতাধিক প্রবাসীর উপস্থিতিতে জমজমাট ছিল জীবনের বণভোজন। এর মধ‍্যে উল্লেক্ষযোগ‍্য বাংলাদেশের এক্স বক্সার ও নিউইয়র্কের অক্সলারি পুলিশের ক‍্যাপ্টেন এনায়েত আলী , লেফটেন্যান্ট উদ্দিন, কম‍্যুনিটি এক্টিভিস্ট সোলাইমান , সাহা জে চৌধুরী , মোহাম্মদ জলিল,

রিয়েল এস্টেট ইনভেস্টর আল আমিন হোসেন , আরিফ হোসেন , এম ডি এ মাসুম , ইজাজ হোসেন, একসময়ের সবার প্রিয় অভিনেত্রী রিচি সোলাইমান সহ আরো অনেক সাংবাদিকসহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।র‍্যফেল ড্র ও আকর্ষণীয় পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয় জীবনের প্রথম পিকনিক ও মিলন মেলা ।


এই বিভাগের আরও খবর