রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে ২ মানব পাচারকারীসহ ৬ জন আটক

রিপোর্টার নাম
পাবলিশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ,স্টাফ রিপোর্টারঃ

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান (বিজিবি)”র সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নের বাগানবাড়ি বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারত বাংলাদেশের সীমান্ত পিলারের ১২২৮/এমপির নিকট হতে বাংলাদেশ অভ্যন্তরে একশত গজ ভিতরে ইদুকোনা নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২ জন মানব পাচারকারী এবং ৪ জন পাচার হওয়া বাংলাদেশী নাগরিকসহ ৬জনকে আটক করা হয়েছে।

রোববার ভোরে বাগানবাড়ি বিওপির সদস্যরা ইদুকোনা নামক স্থানে অভিযান পরিচালনা করে ৬জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার ইদুকোনা গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ ইমন হোসেন(২২),মৃত আব্দুল মালেকের ছেলেআবুল হোসেন(৫৫),এবং পাচার হওয়া চারজন হলেন যথাক্রমে বাংলাদেশের ফরিদপুর জেলার ভাংঙ্গা থানার হাজরাকান্দি গ্রামের মৃত মজিদ মোড়লের ছেলে মোঃ নুর ইসলাম মোড়ল(২০),কুটি মিরের ছেলেমোঃ লিটন মির(৫০),

আরও পড়ুনঃ মধুপুরের শিক্ষিকা লাকী আক্তারের আত্মহত্যার আসল রহস্য উন্মোচন

মৃত জাফর মোল্লার ছেলে মোঃ নজরুল ইসলাম(৪০) ও মৃত সাইদুর রহমানের ছেলে মোঃ শাহিন মিয়া(৩০)। এরা সবাই ফরিদপুর জেলার ভাংগা থানার হাজরাকান্দি গ্রামের লোকজন। ওরা পূর্বেই ভারতে গমন করে এবং আজকে এই তিনজনকে ভারতে নিয়ে যাওয়ার জন্য তারা দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়িতে একত্রিত হয়েছিলেন।

এছাড়া আরেক মানব পাচারকারী দোয়ারাবাজার উপজেলার ইদুকোনা গ্রামের আবুল হোসেনের ছেলে মানব পাচারকারী আরমান হোসেন পালিয়ে যেতে সক্ষম হন। আটককৃত মানব পাচারকারী এই তিনজন টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে ভারতীয় দালালের নিকট মানব পাচার করে থাকেন।

উল্লেখ্য আটককৃত পাচার হওয়া ব্যাক্তিদের ভারতে আত্মীয় স্বজন রয়েছে এবং তারা প্রায় সময়ই কাজের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে গমন করে জ্জ মাস সেখানে কাজ করার পর পূনরায় বাংলাদেশে ফেরত আসেন। আটককৃত ৬জনকে জেলার দোয়ারাবাজার থানায় হস্তান্তর করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান,আমাদের বিজিবি”র উবর্ধতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তজুড়ে ১৯টি বিওপির সদস্যরা নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।

এই জেলার সকল সীমান্ত স্পটগুলো সুরক্ষিত রাখতে আমরা আমাদের সৈনিকদের দ্বারা নিরাপদ রাখায় সব সময় সচেতন রয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন আজকের আটককৃত ভারতীয় অবৈধ মালামালগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ##

 

 


এই বিভাগের আরও খবর