মোঃ আরিফুল ইসলাম মুরাদ,স্টাফ রিপোর্টারঃ
২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান (বিজিবি)”র সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নের বাগানবাড়ি বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারত বাংলাদেশের সীমান্ত পিলারের ১২২৮/এমপির নিকট হতে বাংলাদেশ অভ্যন্তরে একশত গজ ভিতরে ইদুকোনা নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২ জন মানব পাচারকারী এবং ৪ জন পাচার হওয়া বাংলাদেশী নাগরিকসহ ৬জনকে আটক করা হয়েছে।
রোববার ভোরে বাগানবাড়ি বিওপির সদস্যরা ইদুকোনা নামক স্থানে অভিযান পরিচালনা করে ৬জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার ইদুকোনা গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ ইমন হোসেন(২২),মৃত আব্দুল মালেকের ছেলেআবুল হোসেন(৫৫),এবং পাচার হওয়া চারজন হলেন যথাক্রমে বাংলাদেশের ফরিদপুর জেলার ভাংঙ্গা থানার হাজরাকান্দি গ্রামের মৃত মজিদ মোড়লের ছেলে মোঃ নুর ইসলাম মোড়ল(২০),কুটি মিরের ছেলেমোঃ লিটন মির(৫০),
আরও পড়ুনঃ মধুপুরের শিক্ষিকা লাকী আক্তারের আত্মহত্যার আসল রহস্য উন্মোচন
মৃত জাফর মোল্লার ছেলে মোঃ নজরুল ইসলাম(৪০) ও মৃত সাইদুর রহমানের ছেলে মোঃ শাহিন মিয়া(৩০)। এরা সবাই ফরিদপুর জেলার ভাংগা থানার হাজরাকান্দি গ্রামের লোকজন। ওরা পূর্বেই ভারতে গমন করে এবং আজকে এই তিনজনকে ভারতে নিয়ে যাওয়ার জন্য তারা দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়িতে একত্রিত হয়েছিলেন।
এছাড়া আরেক মানব পাচারকারী দোয়ারাবাজার উপজেলার ইদুকোনা গ্রামের আবুল হোসেনের ছেলে মানব পাচারকারী আরমান হোসেন পালিয়ে যেতে সক্ষম হন। আটককৃত মানব পাচারকারী এই তিনজন টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে ভারতীয় দালালের নিকট মানব পাচার করে থাকেন।
উল্লেখ্য আটককৃত পাচার হওয়া ব্যাক্তিদের ভারতে আত্মীয় স্বজন রয়েছে এবং তারা প্রায় সময়ই কাজের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে গমন করে জ্জ মাস সেখানে কাজ করার পর পূনরায় বাংলাদেশে ফেরত আসেন। আটককৃত ৬জনকে জেলার দোয়ারাবাজার থানায় হস্তান্তর করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান,আমাদের বিজিবি”র উবর্ধতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তজুড়ে ১৯টি বিওপির সদস্যরা নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।
এই জেলার সকল সীমান্ত স্পটগুলো সুরক্ষিত রাখতে আমরা আমাদের সৈনিকদের দ্বারা নিরাপদ রাখায় সব সময় সচেতন রয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন আজকের আটককৃত ভারতীয় অবৈধ মালামালগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ##
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.