শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনমঃ
ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন? খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ২টি অভিযানে গাঁজা সহ গ্রেফতার ০৪

রিপোর্টার নাম
পাবলিশ: সোমবার, ৩০ জুন, ২০২৫
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ২টি অভিযানে গাঁজা সহ গ্রেফতার ০৪

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা, এর অভিযানে পিক-আপ গাড়ীতে সিমেন্ট দ্বারা তৈরী স্লেবের ভিতর অভিনব কায়দায় অবৈধ মাদক পরিবহনকালে জেলা গোয়েন্দা শাখা অভিযানে ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার-০২ জন অপর একটি অভিযানে ০২ কেজি গাঁজাসহ গ্রেফতার০২ মোট ০৪ জন কে গ্রেফতার করা হয়েছে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ, নির্দেশে এসআই(নিঃ) মোঃ তোয়াবুল ইসলাম খান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন বারুয়ামারী সাকিনস্থ জনৈক মোঃ কালাম মিয়া (৩৮), পিতা-মোঃ সুরুজ আলী, মাতা-মোছাঃ হোছনা, সাং-বারুয়ামারী, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ এর বসতবাড়ীর পিছনে বাঁশ ঝাড়ের সামনে ফাঁকা জায়গার উপর হইতে ৩০ জুন সোমবার ২০২৫ ইং তারিখ ০১.০০ ঘটিকায় পিক আপ গাড়ীতে থাকা সিমেন্ট দ্বারা তৈরী স্লেবে অভিনব কায়দায় রাখা ১৬ কেজি গাঁজা মাদক ব্যবসায়ী আসামী ১। শ্রী প্রশান্ত চন্দ্র দেব (৪২) (ড্রাইভার), পিতা-নিবাস চন্দ্র দেব,

মাতা-মৃত সুনিতি দেব, সাং-রাজাপুর ৩নং দেওয়ের গাছ ইউনিয়ন ০১নং ওয়ার্ড, ২। কার্তিক মোহালী (২৭), পিতা-মৃত বুধুরাম মোহালী, মাতা-দীপালী মোহালী, সাং-চাঁনপুর (পশ্চিম লোহার পুল), উভয় থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ গাড়ী যোগে বিভিন্ন কৌশলে মাদক কারবার করিয়া আসিতেছে এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা, অফিসার ইনচার্জ নির্দেশে এসআই(নিঃ) পিন্টু কুমার রায় সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন শিকারীকান্দা খামার বাজার সংলগ্ন মোল্লা এন্টার প্রাইজ নামীয় মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ২৯ জুন রবিবার ২০২৫ ইং তারিখ ২০.১৫ ঘটিকায় ০২ কেজি গাঁজাসহ মাদক

আরও পড়ুনঃ ১৯ বছর পর বাস্তবায়িত হলো তারেক রহমানের স্বপ্ন: গাবতলীর কাগইলে চালু ২০ শয্যার হাসপাতাল

ব্যবসায়ী আসামী ১। মোঃ ইব্রাহীম খলিল (৫২), পিতা-মৃত আব্দুল কুদ্দুস, মাতা-আয়েশা বেগম, সাং-ভাটিখাগড়া উজানপাড়া, চরঘাগড়া, থানা-কোতোয়ালী, ২। মোঃ ফয়জুর রহমান (২৫), পিতা-মোখলেছুর রহমান, মাতা-পারুল বেগম, সাং-রুদ্রগ্রাম, থানা-ত্রিশাল, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

উদ্ধারকৃত ১৮ কেজি গাঁজা ও ০১টি পিক-আপ উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৪ জন আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী ও গৌরীপুর থানায় পৃথক মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর