পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কড়িয়া বাজারে তন্ত্র মন্ত্র পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। কড়িয়া হাট-বাজার ইজারাদার ও বাজার কমিটির আয়োজনে পাতা খেলাটি অনুষ্ঠিত হয়।
গ্রাম বাংলার এই বিনোদন মুলক পাতা খেলাটি দেখতে বহুদূর থেকে ছোট বড় নারী-পুরুষ উপস্থিত হয়। গুনিক ও পাতার ক্রিয়া কৌশল দেখে উপস্থিত সবাই আনন্দ উপভোগ করেন।
আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য মোঃ শামসুল হুদা, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ লিটন ও কড়িয়া হাটের ইজারাদার মোঃ সালেকিন আহমেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ চিলমারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু
কড়িয়া হাট-বাজার সপ্তাহ রবিবার ও বৃহস্পতিবার বসে। দীর্ঘদিন থেকে এ হাট-বাজারটিতে নিত্যপ্রয়োজনীয় সকল পন্য কেনাবেচা হলেও গরু, ছাগল, হাঁস ও মুরগি হয় না। এলাকাবাসীর সুবিধার্থে ইজারাদার ও বাজার কমিটি সকল প্রকার পশু বিধি অনুযায়ী কেনাবেচার উদ্দোগে গ্রহণ করেন।
এখন থেকে কড়িয়া হাট-বাজারে পশু বেচাকেনা হচ্ছে বিষয়টি সকলের অবগতির জন্য ইজারাদার মাইকিং পোষ্টার ও পাতা খেলার আয়োজন করেছেন। প্রথম দিনই প্রচুর সংখ্যক ছাগল বাজারে উঠেছে এবং বেচাকেনাও হয়েছে।