মোঃ ফিরোজ আহমেদ তালুকদার, মোড়েলগঞ্জ (বাগেরহাট)ঃ
বাগেরহাটের মোড়েলগঞ্জের ফুলহাতায় স্লিপার ব্রিজের ছাদ ধসে নৌকায় ঘুমন্ত এক ব্যবসায়ীর উপর পড়ে তার মৃত্যু হয়েছে। তার নাম নির্মল মন্ডল (৬২ )। সে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলার দোয়নিয়া গ্রামের অর্জুন মন্ডলের ছেলে।
শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নির্মল চন্দ্র ফুলহাতা বাজারের স্লিপার ব্রিজের নিচে গাছের চারা বহনের ট্রলারে ঘুমিয়ে থাকা অবস্থায় ব্রিজের ছাদ ধসে ট্রলারের উপর পড়ে।
আরও পড়ুনঃ বগুড়া প্রেসক্লাব নির্বাচনে রানু সভাপতি ও কালাম সম্পাদক নির্বাচিত
বাজারের ব্যবসায়ীরা তাকে দ্রুত উদ্ধার করলেও ঘটনাস্থলে তিনি মারা যান। প্রত্যক্ষদর্শীরা আরো জানায় চারা বিক্রি করে রাত্রি যাপনের জন্য তিনি ব্রিজের নিচে ট্রলার বেধে ঘুমিয়ে ছিলেন। সকাল সকাল বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন।
দুর্ঘটনার খবর পেয়ে রাতেই থানা পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন।