রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনমঃ
বগুড়ায় সারিয়াকান্দি উপজেলায় নিজ বাড়ির গেইটের সামনে থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার নিরবে না,সাহসের সাথে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ান! মধুপুরে গৃহহীন সুপ্রীয়া ম্রী মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেন নিজ ঠিকানার মধুপুরে ৩ বেকারি ফ্যাক্টরির মালিককে জরিমানা  ১০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারী আটক! ফেনীর পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে বক্তারা – তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন করতে ত্যাগী পরিক্ষীত কর্মীদের মূল্যায়ন করতে হবে ঈশ্বরদীতে ইজারাকৃত নৌ-চ‍্যানেল চার্জের থেকে ২৫% চাঁদা না পেয়ে গুলাগুলির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রলয় প্রতিশোধ- আসাদুজ্জামান খান মুকুল এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা

পার্বত্য জেলা বান্দরবানের লামায় রিসোর্ট ম্যানেজারকে অস্ত্রের মুখে অপহরণ, আটক তিন

রিপোর্টার নাম
পাবলিশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
পার্বত্য জেলা বান্দরবানের লামায় রিসোর্ট ম্যানেজারকে অস্ত্রের মুখে অপহরণ, আটক তিন

বান্দরবন জেলা প্রতিনিধিঃ

বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা প্যারাডাইস ভ্যালিতে বৃহস্পতিবার (২৬ জুন) গভীররাতে চাঞ্চল্যকর এক অপহরণ চেষ্টার ঘটনা ঘটে। রিসোর্টের দায়িত্বপ্রাপ্ত বাঙালি ম্যানেজার আব্দুল খালেককে (২০) অস্ত্রের মুখে অপহরণ করে একদল উপজাতি সন্ত্রাসী। অপহরণের উদ্দেশ্য ছিল ৬ লাখ টাকা মুক্তিপণ আদায়।

জানা যায়, খালেক রাতের বেলায় পরিবারের সঙ্গে রিসোর্টে অবস্থান করছিলেন। রাত আনুমানিক ২টায় ৮-১০ জন অস্ত্রধারী তার কক্ষে ঢুকে তাকে ও তার স্ত্রীকে জিম্মি করে। পরে চোখ বেঁধে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। তবে গভীর জঙ্গলের মাঝ দিয়ে চলাকালীন সুযোগ বুঝে তিনি পাহাড় বেয়ে নিচে লাফিয়ে পালিয়ে যান এবং জীবনের ঝুঁকি নিয়ে কাছাকাছি এলাকায় গিয়ে স্থানীয়দের কাছে সাহায্য চান।

খালেকের কাছ থেকে বিস্তারিত শুনে উত্তেজিত জনতা ঐদিন দুপুরেই মিরিঞ্জা বাগানপাড়া এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তিনজনকে ধরে ফেলে। ধৃতদের গণপিটুনির পর হস্তান্তর করা হয় ইয়াংছা সেনাক্যাম্পে। পরে সেখান থেকে সেনাবাহিনী তাদেরকে লামা থানা পুলিশের কাছে সোপর্দ করে।

পুলিশ জানায়, অভিযুক্তদের কাছ থেকে একটি ধারালো কিরিচ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যেগুলো খালেকের রিসোর্ট থেকে ছিনতাই করা হয়েছিল। তবে অস্ত্র উদ্ধারে ব্যর্থ হয় জনতা, কারণ সন্ত্রাসীদের ঘেরাও করলে তারা অস্ত্রগুলো পাহাড়ের খাদে ফেলে দেয়।আটক ব্যক্তিরা হলেন—টানিয়েল ত্রিপুরা (৩৮), রহিম ত্রিপুরা (৩০) ও হালিরাম ত্রিপুরা (২৮)।

আরও পড়ুনঃ বগুড়া গাবতলীতে মাদক কারবারি লিখনসহ বিভিন্ন মামলার তিন ব্যক্তি গ্রেপ্তার

তারা যথাক্রমে লামা, রুমা ও থানচি উপজেলার স্থায়ী বাসিন্দা। প্রত্যেকের বিরুদ্ধে এলাকায় হত্যা, অপহরণ ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।অপহৃত খালেক বলেন, “তারা চোখ বেঁধে আমাকে জিম্মি করে মালিকের কাছে ৬ লাখ টাকা চায়। ভাগ্য ভালো, আমি পালিয়ে এসেছি।”

রিসোর্ট মালিক মোঃ আইয়ুব আলী বলেন, “রাত ২টা ৩০ মিনিটে অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে মুক্তিপণ চাওয়া হয়। খালেক নিরাপদে ফিরেছে—এইটাই বড় কথা। আমরা অপরাধীদের কঠোর শাস্তি চাই।”

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এনামুল হক। তিনি জানান, “বিকেলে তিনজনকে আটক করা হয় এবং সেনাবাহিনীর মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়। তদন্ত চলমান রয়েছে।


এই বিভাগের আরও খবর