ফটিকছড়ি প্রতিনিধিঃ
ফটিকছড়ি আমান বাজার ৫ নং ওয়ার্ড এর অসহায় এক বৃদ্ধ বাবার আকুতি।ফটিকছড়ি আমান বাজারে ৫ নং ওয়ার্ড এর অসহায় এক বৃদ্ধ বাবার জীবন অতিবাহিত করছে। আমরা কি পারি না মানবিকতা সহয়তা করতে।
সমাজের উচ্চবৃত্ত থেকে শুরু করে বিভিন্ন রকম এনজিও সোসাইটি যেন একটু এগিয়ে আসে।
আমরা হিউম্যান রাইট ইন্টারন্যাশনাল কমিশন এবং হিউম্যান রাইটস হেলথ এন্ড এডুকেশন সোসাইটি ও human aid international একটি আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন সংস্থার মাধ্যমে তাকে সহযোগিতার চেষ্টা করছি।
আরও পড়ুনঃ কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সমাবেশ
তাই দেশবাসীর সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা মানবিকভাবে সকলেই যে যেভাবে পারেন এগিয়ে আসবেন।
হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল কমিশন, হিউম্যান রাইটস হেলথ অ্যান্ড এডুকেশন সোসাইটি, হিউমান এইড ট্রাস্ট এন্ড ইন্টারন্যাশনাল, একটি আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।
বিকাশ এবং নগদ পার্সোনাল নাম্বার।
বিস্তারিত কল:
০১৮৪-৮০১৮৭৯৯