ময়মনসিংহ প্রতিনিধিঃ
যারা জনসমর্থন আর তৃণমূলকে সাথে নিয়ে রাজনীতি করে তারা কখনো কি পেয়েছে সেটা দেখে না তারা সবসময় জনগণের অন্তরে থাকে, তাদের জনসমর্থন থাকে আকাশচুম্বী, তাদের হাতে গড়ে উঠে একটি অঞ্চলের বহু নেতৃত্ব এবং নেতা, তাদের দৃষ্টি থাকে সবসময় তার দলের স্বার্থকে বড় করে দেখা।
তারা দলের বিপদে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে, দিন শেষে এমন নেতারই বিজয় হয়, তেমনি মোতাহার হোসেন তালুকদার উপজেলা চেয়ারম্যান একদম ছাত্রকাল থেকে উঠে আসা একজন জনগণের নেতা, উনার আকাশচুম্বী জনপ্রিয়তার কিছু কারণের মাঝে সবচেয়ে বেশী ভূমিকা রেখেছে একটি বিষয় তা হলো উনার জন-সম্পৃক্ততা।
আরও পড়ুনঃ ত্রিশালে দুর্ধর্ষ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক
উনি সবসময় চেষ্টা করেছেন একদম মাঠ পর্যায়ের জনগণ এবং নেতাদের নিয়ে রাজনীতি করতে, জনগণকে ভালবাসতে, জনগণকে কাছে নিতে, জনগণকে রাজনীতির সাথে সম্পৃক্ত করতে। তিনি চেয়েছেন শহীদ জিয়ার আদর্শের চর্চা তৃণমূল থেকে সকল পর্যায়ে ছড়িয়ে দিতে, বহু আন্দোলনে উনার মাধ্যমেই জন সম্পৃক্ততার দেখা মিলেছে।
যার জন্য আজও তিনি জনগণের হৃদয়ে সমাসীন, শত বাঁধা উপেক্ষা করে উনি উনার জীবনের রাজনৈতিক জীবনকে লিখে যাচ্ছেন নিজের মতো করে।