বিশেষ প্রতিনিধিঃ
টঙ্গীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পশ্চিম থানা মহিলা দলের আয়োজনে।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিনের টঙ্গীস্থ বাসভবনে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা চৌধুরী’র সভাপতিত্বে ও গাজীপুর মহিলা দলের সংগঠনিক সম্পাদক সোহেলী সুলতানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বসির উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু মাস্টার, সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর হোসেন, সাংগঠনিক সম্পাদক সেলিম বেপারী, গাজীপুর মহানগর মহিলা দলের ত্রাণ বিষয়ক সম্পাদক ফেরদৌসি বেগম, টঙ্গী পূর্ব থানা মহিলা দলের সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, টঙ্গী পশ্চিম থানা মহিলাদলের আমিরুন্নেসা রিনা হাসনাহেনা নিলুফার ইয়াসমিন শাহিনুর বেগম প্রমুখ।
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে দোয়া করা হয়।