শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:২১ অপরাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

পঞ্চগড়ে পেশাদার সাংবাদিকরা ঐক্যবদ্ধ মডেল প্রেসক্লাব গড়ার অঙ্গিকার

রিপোর্টার নাম
পাবলিশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
পঞ্চগড়ে পেশাদার সাংবাদিকরা ঐক্যবদ্ধ মডেল প্রেসক্লাব গড়ার অঙ্গিকার

পঞ্চগড় প্রতিনিধি:

জুলাইয়ের চেতনা ধারন করে বৈষম্যহীন প্রেসক্লাব গঠন করতে পঞ্চগড়ে পেশাদার সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়েছেন। সেই সাথে পঞ্চগড় প্রেসক্লাবের অবকাঠামো সহ গঠনতন্ত্র সংস্কার করে একটি আধুনিক মডেল প্রেসক্লাব গঠনে সকল সাংবাদিকরা একমত পোষন করেছেন। মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ে প্রেসক্লাবে জুলাই আগস্ট পরবর্তি মত বিনিময় সভায় এসব অঙ্গিকার করেন সাংবাদিকরা।

সভার শুরুতে  জুলাই আগস্ট আন্দোলনে নিহতত এবং আহতদের  উদ্দেশ্যে একমিনিট নীরবতা পালন করা হয়।

সভায় পঞ্চগড় প্রেসক্লাবের আহŸায়ক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক সরকার হায়দারের সভাপতিত্বে পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি এনটিিিভর স্টাফ রিপোর্টার সাজ্জাদুর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি যুগান্তরের প্রতিনিধি এস এ মাহমুদ সেলিম, পঞ্চগড়ের সিনিয়র সাংবাদিক চ্যানেল ২৪ এর  এ হোসেন রায়হান, একাত্তর  টিভির রফিকুল ইসলাম, বিজয় টিভির ইনসান সাগরেদ, নাগরিক টিভির সাইদুজ্জামান রেজা, এটিএন বাংলার সিদ্ধার্থ কর্মকার, বাংলা টিভির ডিজার হোসেন বাদশা, দেশ টিভির রাশেদুজ্জামান বাবু, বৈশাখি টিভির এ রায়হান চৌধূরী রকি, আরটিভির হারুন অর রশিদ, চ্যানেল এস আব্দুর রৌফ, আনন্দ টিভির আব্দুর রহিম, এশিয়ান টিভির কামাল উদ্দিন ,দৈনিক দিনকালের সাব্বির হোসেন, লোকায়নের বদরুদ্দৌজা প্রধান, দৈনিক অগ্রযাত্রার আরিফুল ইসলাম ইরান  সহ জেলায় কর্মরত সাংবাদিকরা বক্তব্য দিয়ে মতামত তুলে ধরেন।

বক্তারা আগামি দিনে পেশাদার এবং অভিজ্ঞতার ভিত্তিতে নতুন সদস্য যুক্ত করতে একমত পোষন করেন। এছাড়াও পেসক্লাবের ঘর সংস্কার, আধুনিক যুগোপযোগী সাংবাদিক হিসেবে গড়ে তুলতে সংবাদ কর্মীদের প্রশিক্ষন, নীতিমালা অনুযায়ী সংবাদ পরিবেশন সহ সাংবাদিকদের জীবনমান উন্নয়নের নানা পরিকল্পনা গ্রহন করা হয়। সেই সাথে আধুনিক মডেল প্রেসক্লাব তৈরিতে জেলায় কর্মরত সকল  পেশাদার সাংবাদিক ঐক্যবদ্ধ আছে বলেও জানান তারা।

এদিকে জুলাই আগসটের আগে জেলার বেশ কিছু প্রথম শ্রেনী মিডিয়ার সাংবাদিকদের সদস্য না করায় বৈষম্য সৃস্টি করে সৈরাচারি আচরন করে তৎকালীন নেতৃত্ব দেওয়া হয়েছিল। আগামিতে যাতে সাংবাদিকদের মধ্যে বৈষম্য সৃস্টি না করতে বর্তমান আহŸায়ক কমিটিকে পদক্ষেপ নেওয়ার আহŸান জানান বক্তারা।

পঞ্চগড় প্রেসক্লাবের আহবায়ক সরকার হায়দার জানান আজকের দিনটি আনন্দের কারন জেলার সিংভাগ পেশাদার সাংবাদিকদের নিয়ে পঞ্চগড় প্রেসক্লাব মিলন মেলায় পরিনত হয়েছে। তবে এ জেলায় সাংবাদিকদের বিভক্তি করতে চায় একটি মহল। আমরা চাই পঞ্চগড় প্রেসক্লাবে সকল সাংবাদিকদের অবাধ বিচরন থাকবে।

মুক্ত সাংবাদিকতা চর্চার প্রিয় ঠিকানা হবে পঞ্চগড় প্রেসক্লাব। জেলায় কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে আমরা পথ চলতে চাই। পঞ্চগড় প্রেসক্লাব সুগঠন এবং সংস্কার করতে  জেলা প্রশাসন এবং রাজনীতিবীদদের সহযোগীতা কামনা করেন তিনি।

মতবিনিময় জেলায় কর্মরত জেলা ভিত্তিক প্রায় ৭০ জন সংবাদ কর্মী অংশ নেন।


এই বিভাগের আরও খবর