হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বহ্নিশিখা সঙ্গীত নিকেতন এর উদ্যোগে আজ শুক্রবার,২৬ ডিসেম্বর ২০২৫,৫৪তম মহান বিজয় দিবস উদযাপন করবে ।এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে ।খবর আইবিএননিউজ । নিউইয়র্কের বাংগালি এলাক হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসেলজুইস সেন্টারে বিকাল সাডে ৫টায় সুচনা করা হবে ।অনুষ্ঠানের সুচনা করা হবে ।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিউইয়র্ক ষ্টেট এ্যাসেলীম্যান ষ্টিবেন রাগা ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেন্ট বারনাবাস হাসপতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ প্রভাত চন্দ্য দাস ও বিশিষ্ট চিকিৎসক ও বীর মুক্তিযোদ্ধা ডাঃচৌধুবী সারওয়ারুল হাসান ।বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব অনুষ্ঠিত হবে ।এতে সকল প্রবাসীদের সাদরে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের সভাপতি ও সংগিত শিল্পী ড.সবিতা দাস ।