বিশেষ প্রতিনিধি নীলফামারী:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নীলফামারী-৩ (জলঢাকা) জসিনুর রহমান বলেন বিগত ১৭ বছর ফ্যাসিষ্ট সরকার আওয়ামী লীগের আমলে ইয়ং জেনারেশন যুবকরা ধানের শীষে ভোট দিতে না পারায় এবার তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিবে অতি উৎসাহিতভাবে।
কিন্তু সেখানে যদি বিএনপির ধানের শীষের প্রার্থী না থাকে তারা কাকে ভোট দিবে। আমার বিশ্বাস এবং আমি আশা রাখি এই ভোটগুলো আমি পাব এবং বিপুল ভোটে জয়ী হব।
এ সময় তিনি বক্তব্য দেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দমন নিপীড়নে অবহেলিত নীলফামারী-৩ জলঢাকা আসনটি। আমি জলঢাকাবাসীর ভালবাসায় টিকে আছি আগামীতেও থাকবো ইনশাল্লাহ। আমাকে ভয় ভিতি দেখাবেন না তবুও একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, বিএনপি যদি প্রার্থী না দেয় তাহলে আমার এ সিদ্ধান্ত অটল থাকবে ইনশাআল্লাহ। তাহলে আপনারা নিশ্চিত থাকেন যে, আমি নির্বাচন করবো।
জসিনুর বলেন আর যদি নীলফামারী-৩ আসনে ধানের শীসের প্রার্থী দেওয়া হয়
তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে সরিয়ে নিব। নীলফামারীর-৩ আসনটি উদ্ধার করতে হলে নীলফামারীর -৩ এর লোকাল সন্তানকে দিয়েই উদ্ধার করতে হবে। নইলে এই আসনের ফলাফল কি হবে বলা মুশকিল এমন কি ভরাডুবি হতে পারে। এর জন্য দায়ী থাকবেন আপনারা, আমরা কোন দায়ী থাকবো না।
বাইরের মানুষকে নীলফামারী-৩ জলঢাকার ভোটাররা মেনে নেয়নি আর নিবে না ।