মোঃ আবুল খায়ের (লাকসাম) কুমিল্লা
কুমিল্লার লাকসাম উপজেলার “লাকসাম ফেয়ার হেল্থ হাসপাতালের ” ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী হাসপাতালের অডিটোরিয়াম কক্ষে সকাল এগারোটায় অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ কুমিল্লার সেরা সেবাদানকারী প্রতিষ্ঠান হলো লাকসাম ফেয়ার হেল্থ হাসপাতাল।স্বাস্থ্যসেবায় উওোওর সাফল্য অর্জন করায় স্বাস্থ্য সেবাখাতে মাদার তেরেসা পুরুষ্কারে লাভ করে এই প্রতিষ্ঠানটি।লাকসামের দক্ষিণ বাইপাসে মধ্যে অবস্থিত মনোরম পরিবেশের হাসপাতালটি গুনে, মানে ও সেবায় আকৃষ্ট করেছে স্বাস্থ্য সেবাগ্রহিতাদের মন।ইতিমধ্যে বৃৃহওম লাকসাম, লালমাই নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে এই হাসপাতালের সেবার মান ছড়িয়ে পড়েছে চারিদিকে। এখানে দেশের সেরা সেরা প্রতিষ্ঠানের অভিজ্ঞ ডাক্তারগন চেম্বার করেন। সকল রোগের অভিজ্ঞতা সম্পূর্ণ ডাক্তারগন চেম্বার করেন এই জন্য যে, যেমনি মনোরম পরিবেশ তেমনি যোগাযোগ ব্যবস্থা উন্নত। ১৮ বছর ফুর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের চেয়ারম্যান সেলিম মীর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের ভাইসচেয়ারম্যান মীর আবু বকর,পরিচালক আবুল হোসেন মিলন, মোঃ রমিজ উদ্দিন, রাজীব চন্দ্র সাহা,মোঃ আলীম উল্লাহ,জাফর ইকবাল বাচ্চু, রনজুসহ অন্যান্যনেতৃবৃন্দ।