কাওসার আহম্মেদ রাজ (বিশেষ প্রতিনিধি)ঃ
সাবেক সেনা প্রধান, সাবেক রাষ্ট্রপতি,বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সহ-ধর্মীনি, বাংলাদেশের প্রথম নারী প্রধান মন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজ ৮১তম জন্মদিনে দেশবাসীর কাছে বেগম জিয়ার জন্য দোয়া চেয়েছেন।
ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রথম সহ-সভাপতি তানজিল হাসান,সাবেক এই ছাত্র নেতা বলেন দূরদিনে রাজপথে ছিলাম অনেক নির্যাতনের স্বীকার হয়েছি, হামলার স্বীকার হয়েছি কারাগারে গিয়েছি,তবুও জিয়া পরিবার ও বিএনপির রাজনীতি থেকে ১পা পিছপা হইনি।
আরও পড়ুনঃ Colours Food Industries-এর উদ্যোগে আয়োজিত সেলস মিটিং সফলভাবে সম্পন্ন হয়েছে
দূরদিনে যেভাবে সক্রিয় রাজনীতি করেছি এখনো করে যাচ্ছি,রামপুরা থানা ছাত্র দলের নেতা কামরুজ্জামান রাসেল বলেন, তানজিল হাসান ভাইয়ের মাধ্যমে ছাত্র দলের রাজনীতিতে যুক্ত হয়েছিলাম হাসান ভাই একজন কর্মীবান্দব নেতা তিনি কর্মীদের অনেক মূল্যায়ন করেন আশা করি দেশ নায়ক তারেক রহমান, ত্যাগী এই নেতাকে মূল্যায়ন করবেন।