মোঃ কাওসার আহম্মেদ রাজ (বিশেষ প্রতিনিধি)ঃ
রামপুরা থানা ছাত্র দলের প্রচার সম্পাদক মোঃ সাব্বির রোমান বলেন দূর দিনের রাজ পথে আমরা ছিলাম সামনের সারিতে, অনেক মামলা হামলার স্বীকার হয়েছি, আজকে যারা আমাদের পিছনে ফেলে সামনের সারিতে আসতে চায়।
তারা আন্দোলন সংগ্রামের সময়ে ফোন অফ করে রাখতো ফ্যাসিবাদীদের তৈল মালিশ করতো।
আরও পড়ুনঃ দূরদিনের ত্যাগী ছাত্র নেতা আবুল কালাম আজাদ কে কোনঠাসা করে রাখার চেষ্টা
আগামীর প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান বলেছেন মিছিলের পিছনের সারিতে থাকা কর্মীকে ও মূল্যায়ন করা হবে, তাই সাধু সাবদান ত্যাগীদের কোনঠাসা করার চেষ্টা করবেন না এই ছাত্র নেতা রোমান আরো বলেন তারেক রহমানের ভ্যানগার্ট হিসাবে পর্বের ন্যায় ছাত্র দল রাজপথে থাকবে।