মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি:
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যার ঘটনায় জড়িত প্রকৃত আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং সারাদেশে সাংবাদিক নির্যাতন, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে আগামী ৯ আগস্ট, শনিবার সকাল ১১টায় দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ করবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।
বৃহস্পতিবার রাতে এক ভার্চুয়াল সভায় এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সকল শাখা কমিটি ও দেশের অন্যান্য সাংবাদিক সংগঠনকে সমাবেশ সফল করার আহ্বান জানান।
আরও পড়ুনঃ আমার প্রথম কর্মসংস্থান এর প্রতিষ্ঠান ছিল দৈনিক প্রতিদিনের কাগজ
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় অর্ধশতাধিক সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। কিন্তু সাংবাদিক সুরক্ষা আইন না থাকায় অধিকাংশ হত্যাকারী আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে গেছে।”
তিনি আরও বলেন, “গোটা দেশের সাংবাদিক সমাজের প্রাণের দাবি—অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করে রাষ্ট্র দায়িত্বশীলতার পরিচয় দিক।”