ভারতে বাঙলাভাষা আন্দোলন–
আবু জাফর মাহমুদ।
গুজরাটের বিদ্বেষবাদী রাজনৈতিক নেতৃত্বের
দীর্ঘ যুগযুগান্তরের ষড়যন্ত্র প্রতারণা এবং
বৈষম্য-মুক্তির আন্দোলন আপোষ,আন্দোলন
দমন নিপীড়ন দাসত্বের ধারাবাহিক পর্যায়ের
সর্বশেষ পরিস্থিতি এই ভাষা আন্দোলন।
এদের আন্দোলন রাজ্য ভাষা আন্দোলন। আমাদের
তৎকালীন পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন
ছিলো রাষ্ট্রভাষা আন্দোলন। পাকিস্তানের
রাষ্ট্রভাষা বাঙলা করার আন্দোলন।
কেননা বাঙালি এবং বাঙলাভাষী
নাগরিকের সংখ্যা ছিলো সারা
পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ।
পশ্চিম বাংলাসহ উত্তর–পূর্ব ভারতে
বাঙালিদের কেবল নিপীড়ন এবং
বৈষম্য নয়, তাদেরকে নাগরিকত্বহীন
করে চলেছে ভারতীয় সরকার।
NCR ব্যাবস্থা ব্যবহার করে বাঙালিদেরকে
অভারতীয় ঘোষণা করছে বিজেপি সরকার ও
রাজনৈতিক উগ্রপন্থী হিংসাত্মক গোষ্ঠী।
বাংলাভাষী মানুষদেরকে বাঙলাদেশী
বলছে ভারতে শত বছরের বংশানুক্রমিক
রেকর্ড দলিল থাকা স্বত্বেও।
ভারত নিশ্চয়ই ইন্দো প্যাসিফিক
অঞ্চলের নিকৃষ্ট সন্ত্রাসী রাষ্ট্র।
গুজরাটি এই নেতৃত্বের কাছে
ধর্ম নৃগোষ্ঠী এবং ভাষা নির্বিশেষে
অসংখ্য জাতি গোষ্ঠীর প্রতি সীমাতিরিক্ত
এই বিদ্বেষ নিশ্চয়ই মানব সভ্যতা
ধ্বংস করছে।
তাই বিশ্বের সকল সভ্য শক্তিই ঐক্যবদ্ধ
পরাক্রমে রুখতে হবে ভারতীয় দৈত্যদের।