সাংবাদিক মোহাম্মদ আলম ,কক্সবাজার:
কক্সবাজার সদর হাসপাতালে র্যাব-১৫ এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসপাতাল চত্বরে সক্রিয় দালাল চক্রের চার সদস্যকে আটক করেছে। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগে রোগীদের হয়রানি ও অবৈধভাবে অর্থ আদায়ের প্রমাণ মেলে।
র্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে হাসপাতালে আগত সাধারণ রোগী ও তাদের স্বজনদের নানা কৌশলে বিভ্রান্ত করে বিভিন্ন ক্লিনিকে পাঠিয়ে দিতো এবং এর বিনিময়ে মোটা অঙ্কের অর্থ আদায় করতো। এছাড়াও তারা বিভিন্ন সরকারি সেবার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগেও অভিযুক্ত।
আরও পড়ুনঃ মধুপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
অভিযানে আটক চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্যসেবার নামে প্রতারণা বরদাস্ত করা হবে না এবং এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
জনগণকে হয়রানি ও দুর্ভোগ থেকে রক্ষা করতে প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন নাগরিকরা।