আবুল খায়ের, (লাকসাম মনোহরগঞ্জ) কুমিল্লাঃ
কুমিল্লার লাকসাম, লাকসাম পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলায় আয়োজিত স্বৈরাচার পতন দিবসের মহারণে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক লাকসাম মনোহরগঞ্জে র সাংগঠনিক অভিভাবক মোঃ আবুল কালাম তাঁর তেজোদীপ্ত বক্তব্যেউপস্থিতিদের জানান দিয়েছেন। তাঁর পদার্পণে র্যালীতে মাঠে জ্বলে উঠেছে সংগ্রামের নতুন প্রেরণা।
২৪ গণঅভ্যুত্থানে নিহত শহীদদের বিদেহী আত্মার প্রতি মাগফেরাত কামনা করে হাজারো জনতার গর্জনে আকাশ-বাতাস প্রকম্পিত “স্বৈরাচারের ঠিকানা—এই বাংলাদেশে হবে না!” এই স্লোগান আজ শুধু মুখের কথা নয়, এ হচ্ছে বাঙালির মুক্তিকামী হৃদয়ের দৃপ্ত শপথ।
আরও পড়ুনঃ বাংলাদেশ ৭১ সালে লড়াই সংগ্রহ করে দেশে স্বাধীন হয়েছে। লক্ষ লক্ষ মা বোন দের ইজ্জত নষ্ট করে
স্বৈরাচার পতন দিবসের অঙ্গীকার আজ রণহুংকার:
ধ্বংস হবে স্বৈরাচারের জগদ্দল পাথর,
ফিরিয়ে আনব মুক্ত হাওয়ায় ভোটের অধিকার!
সাংগঠনিক অভিভাবক মোঃ আবুল কালামের নেতৃত্বে সমগ্র লাকসাম মনোহরগঞ্জ জ্বলছে গণতন্ত্রের মশাল হাতে।
অন্যান্যদের আরো বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ইলিয়াস পাটোয়ারী,লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমেদ, সদস্য সচিব সরোয়ার জাহান ভূইয়া দোলন, সিনিয়র যুগ্নআহবায়ক আলহাজ্ব শাহ সুলতান খোকন, লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল।
এসময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা, লাকসাম পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা নেতৃত্ববৃন্দ ও ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্পাদকসহ অন্যান্যনেতৃবৃন্দ।