সুজিত চন্দ্র মজুমদার ক্রাইম রিপোর্টারঃ
বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে পিতাঃমৃত্যু সিরাজুল ইসলাম এর ছেলে শহিদুল ইসলাম ও রফিকুল ইসলাম কাগজ পত্র ছাড়া জমি জোরপূর্বক দখল করে তাদের কাগজপত্র না থাকাই একই গ্রামের
ভুক্তভোগী মোঃ ইন্তাজুল হক (পিতা: কানিছা মিয়া), বাগবাড়ি গ্রামের বাসিন্দা, তাহার নামে জমির দলিল সবকিছু ঠিক আছে।
আরও পড়ুনঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু
এর পরিপ্রেক্ষিত রবিবার (৩ আগস্ট) ২৫ইং সকাল আনুমানিক ৮টার দিকে সময় মোঃ ইন্তাজুল হক,আয়নাল, ইয়াসিন আলী, হাফিজ উদ্দিন, রাজ্জাক,উভয়ের পিতাঃমৃত্যু কানিছা মিয়া,রবি, নুরজাহান, আলামিন, গ্রামঃ বাগবাড়ি।
ইউনিয়ন নশিপুর থানাঃ গাবতলী জেলা ঃবগুড়া।কৃষি জমিতে চাষ,আবাদ করে জমি দখল করেন।