শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনমঃ
চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন” গোমস্তাপুরে ফেক আইডি ও তার অনুসারীর বিরুদ্ধে অভিযোগ করায় সাংবাদিকের নামে মিথ্যা এজাহার মনিরুলের শাস্তির দাবি সাংবাদিক সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কর্তব্যনিষ্ঠা, জ্ঞান ও দক্ষতা থাকা, আল্লাহভীরুতা ও সততা বজায় রাখা, পরিশ্রমী ও কর্মঠ হওয়া, রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫

হালিম রাজ: মাঠে ও মননে নেতৃত্বের প্রতীক

বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ :
পাবলিশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ :

রাজনীতিতে যখন আদর্শের চেয়ে ক্ষমতার প্রতিযোগিতা বেশি চোখে পড়ে, তখন কিছু মানুষ থাকেন, যারা ভিন্ন পথে হাঁটেন—মানুষের পাশে দাঁড়িয়ে, মাটি ছুঁয়ে, চিন্তা দিয়ে নেতৃত্ব দিয়ে। তেমনই একজন ব্যতিক্রমী রাজনীতিক হাজী হালিম রাজ। মানবিক, চিন্তাশীল ও মাঠকেন্দ্রিক এই নেতা বিশ্বাস করেন—সেবা দিয়েই জনগণের আস্থা অর্জন সম্ভব, আর সেটাই নেতৃত্বের আসল ভিত্তি।

🧭 জন্ম ও পারিবারিক পটভূমি

হালিম রাজ ১৯৮৮ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গোয়াবাড়ী চাঁদপুর গ্রামে, তাঁর নানাবাড়ি ‘হক মঞ্জিলে’ জন্মগ্রহণ করেন। তিনি বেড়ে উঠেছেন এক শিক্ষিত, ধর্মপ্রাণ ও সমাজসেবামূলক পরিবারে।

তাঁর নানা ছিলেন কলকাতা মেডিকেল কলেজের ছাত্র এবং দীর্ঘ সরকারি চাকরিজীবন শেষে উপজেলা মেডিকেল অফিসার হিসেবে অবসর গ্রহণ করেন।

তাঁর দাদা ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী, যিনি সততা, পরিশ্রম ও প্রজ্ঞায় স্থানীয় অর্থনীতিতে অবদান রেখেছেন।

আরও পড়ুনঃ সুন্নিয়তের অন্যতম রাহবার ঢাকা নারিন্দা মশুরীখোলা দরবার শরীফের পীর সাহেব আল্লামা শাহ্ মুহাম্মদ আহছানুজ্জামান’র (রহঃ) ইন্তেকাল

এই পারিবারিক শিক্ষা, মানবিকতা ও কর্মনিষ্ঠার ধারা হালিম রাজকে ছোটবেলা থেকেই রাজনীতি ও জনসেবার পথে অনুপ্রাণিত করে।

🎓 শিক্ষা জীবন

হালিম রাজ একটি সনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স বিষয়ে এমএসএস সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি সনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে MBA (HRM) প্রোগ্রামে অধ্যয়নরত। শিক্ষাজীবনে যেমন তিনি চিন্তার গভীরতা অর্জন করেছেন, তেমনি জীবনের বাস্তব মাটি থেকেও বিচ্ছিন্ন হননি।

🏛️ রাজনৈতিক পরিচিতি

বর্তমানে বাংলাদেশ মাতৃভূমি দল (BMLP)-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন হালিম রাজ। তাঁর রাজনীতির মূল দর্শন:

নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক নেতৃত্ব

নির্বাচনব্যবস্থার সংস্কার

জনস্বার্থ ও গ্রামীণ উন্নয়ন

আরও পড়ুনঃ শফিউল বারী বাবু ছিলেন বিএনপির রাজনীতির এক নির্ভিক সৈনিক – নাজিমুর রহমান
তিনি ঘোষণা দিয়েছেন যে, আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৮, চাঁপাইনবাবগঞ্জ-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

✅ সমাজসেবায় অগ্রণী ভূমিকা

হালিম রাজ বক্তৃতা বা ফেসবুকেই সীমাবদ্ধ নন—মাঠেই তাঁর প্রকৃত পরিচয়। প্রতি বছর তিনি নিজ উদ্যোগে ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে নিম্নোক্ত মানবিক কার্যক্রম বাস্তবায়ন করেন:

🧥 শীতকালীন কম্বল বিতরণ

🍱 রমজান ও ঈদে খাদ্য সামগ্রী বিতরণ

🕌 ইফতার আয়োজন ও বিতরণ

🐄 কোরবানি প্রজেক্ট বাস্তবায়ন

🧵 নারীদের স্বাবলম্বীকরণে সেলাই মেশিন উপহার

♿ প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার বিতরণ

🚲 অসহায় পুরুষদের কর্মসংস্থানে রিকশা বিতরণ

🌱 বৃক্ষরোপণ ও চারা বিতরণ

📚 শিক্ষা সহায়তা প্রকল্প (বই, খাতা, বৃত্তি)

বিশেষভাবে উল্লেখযোগ্য—করোনা মহামারির সময়ে তিনি ছিলেন মাঠের ফ্রন্টলাইনার, জীবনের ঝুঁকি নিয়ে দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিয়েছেন।

আরও পড়ুনঃ  বাংলা এরো ভিশন ২০২৫ — এথেন্স, গ্রীস

✍️ চিন্তার জগতে সক্রিয় এক লেখক

রাজনীতির পাশাপাশি হালিম রাজ লেখালেখিতেও সমানভাবে সক্রিয়। তাঁর ফেসবুক সিরিজ ও বিশ্লেষণমূলক রচনাগুলো নীতিনির্ভর রাজনীতির এক নতুন ভাষ্য রচনা করছে। জনপ্রিয় কিছু সিরিজ:

📘 সংস্কার: ড. ইউনুসের পথ

🗳️ আগামী নির্বাচনের রাজনীতি

😄 রাজনীতি রস

🌍 ভূরাজনীতি: আগুনের রেখা

🏢 ফ্ল্যাট না ফাঁদ

🧑‍🏫 কোন শ্রেণির প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করা উচিত?

এই লেখাগুলোর মাধ্যমে তিনি নতুন রাজনৈতিক চেতনার প্রসার ঘটাচ্ছেন—যা আদর্শ ও বাস্তবতার সম্মিলন ঘটায়।

📞 যোগাযোগ:

হাজী হালিম রাজ


এই বিভাগের আরও খবর