বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ :
রাজনীতিতে যখন আদর্শের চেয়ে ক্ষমতার প্রতিযোগিতা বেশি চোখে পড়ে, তখন কিছু মানুষ থাকেন, যারা ভিন্ন পথে হাঁটেন—মানুষের পাশে দাঁড়িয়ে, মাটি ছুঁয়ে, চিন্তা দিয়ে নেতৃত্ব দিয়ে। তেমনই একজন ব্যতিক্রমী রাজনীতিক হাজী হালিম রাজ। মানবিক, চিন্তাশীল ও মাঠকেন্দ্রিক এই নেতা বিশ্বাস করেন—সেবা দিয়েই জনগণের আস্থা অর্জন সম্ভব, আর সেটাই নেতৃত্বের আসল ভিত্তি।
🧭 জন্ম ও পারিবারিক পটভূমি
হালিম রাজ ১৯৮৮ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গোয়াবাড়ী চাঁদপুর গ্রামে, তাঁর নানাবাড়ি ‘হক মঞ্জিলে’ জন্মগ্রহণ করেন। তিনি বেড়ে উঠেছেন এক শিক্ষিত, ধর্মপ্রাণ ও সমাজসেবামূলক পরিবারে।
তাঁর নানা ছিলেন কলকাতা মেডিকেল কলেজের ছাত্র এবং দীর্ঘ সরকারি চাকরিজীবন শেষে উপজেলা মেডিকেল অফিসার হিসেবে অবসর গ্রহণ করেন।
তাঁর দাদা ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী, যিনি সততা, পরিশ্রম ও প্রজ্ঞায় স্থানীয় অর্থনীতিতে অবদান রেখেছেন।
এই পারিবারিক শিক্ষা, মানবিকতা ও কর্মনিষ্ঠার ধারা হালিম রাজকে ছোটবেলা থেকেই রাজনীতি ও জনসেবার পথে অনুপ্রাণিত করে।
🎓 শিক্ষা জীবন
হালিম রাজ একটি সনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স বিষয়ে এমএসএস সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি সনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে MBA (HRM) প্রোগ্রামে অধ্যয়নরত। শিক্ষাজীবনে যেমন তিনি চিন্তার গভীরতা অর্জন করেছেন, তেমনি জীবনের বাস্তব মাটি থেকেও বিচ্ছিন্ন হননি।
🏛️ রাজনৈতিক পরিচিতি
বর্তমানে বাংলাদেশ মাতৃভূমি দল (BMLP)-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন হালিম রাজ। তাঁর রাজনীতির মূল দর্শন:
নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক নেতৃত্ব
নির্বাচনব্যবস্থার সংস্কার
জনস্বার্থ ও গ্রামীণ উন্নয়ন
আরও পড়ুনঃ শফিউল বারী বাবু ছিলেন বিএনপির রাজনীতির এক নির্ভিক সৈনিক – নাজিমুর রহমান
তিনি ঘোষণা দিয়েছেন যে, আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৮, চাঁপাইনবাবগঞ্জ-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
✅ সমাজসেবায় অগ্রণী ভূমিকা
হালিম রাজ বক্তৃতা বা ফেসবুকেই সীমাবদ্ধ নন—মাঠেই তাঁর প্রকৃত পরিচয়। প্রতি বছর তিনি নিজ উদ্যোগে ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে নিম্নোক্ত মানবিক কার্যক্রম বাস্তবায়ন করেন:
🧥 শীতকালীন কম্বল বিতরণ
🍱 রমজান ও ঈদে খাদ্য সামগ্রী বিতরণ
🕌 ইফতার আয়োজন ও বিতরণ
🐄 কোরবানি প্রজেক্ট বাস্তবায়ন
🧵 নারীদের স্বাবলম্বীকরণে সেলাই মেশিন উপহার
♿ প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার বিতরণ
🚲 অসহায় পুরুষদের কর্মসংস্থানে রিকশা বিতরণ
🌱 বৃক্ষরোপণ ও চারা বিতরণ
📚 শিক্ষা সহায়তা প্রকল্প (বই, খাতা, বৃত্তি)
বিশেষভাবে উল্লেখযোগ্য—করোনা মহামারির সময়ে তিনি ছিলেন মাঠের ফ্রন্টলাইনার, জীবনের ঝুঁকি নিয়ে দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিয়েছেন।
আরও পড়ুনঃ বাংলা এরো ভিশন ২০২৫ — এথেন্স, গ্রীস
✍️ চিন্তার জগতে সক্রিয় এক লেখক
রাজনীতির পাশাপাশি হালিম রাজ লেখালেখিতেও সমানভাবে সক্রিয়। তাঁর ফেসবুক সিরিজ ও বিশ্লেষণমূলক রচনাগুলো নীতিনির্ভর রাজনীতির এক নতুন ভাষ্য রচনা করছে। জনপ্রিয় কিছু সিরিজ:
📘 সংস্কার: ড. ইউনুসের পথ
🗳️ আগামী নির্বাচনের রাজনীতি
😄 রাজনীতি রস
🌍 ভূরাজনীতি: আগুনের রেখা
🏢 ফ্ল্যাট না ফাঁদ
🧑🏫 কোন শ্রেণির প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করা উচিত?
এই লেখাগুলোর মাধ্যমে তিনি নতুন রাজনৈতিক চেতনার প্রসার ঘটাচ্ছেন—যা আদর্শ ও বাস্তবতার সম্মিলন ঘটায়।
📞 যোগাযোগ:
হাজী হালিম রাজ
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.