বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনমঃ
জুলাই বিপ্লবের আবশ্যিকতা:- পর্ব ০৫ পাবনায় গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানাচ্ছি মহাদেবপুরে দিনের বেলায় অভিনব কায়দায় স্বর্ণালংকার চুরি জুলাই শহীদ স্মরণে মোহনগঞ্জে আলোচনা হয়নি, জনমনে নানা প্রশ্ন ব্যাঙের ছাতার মতো অনুমোদনহীন ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র,বাড়ছে সড়ক দূর্ঘটনার ঝুঁকি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পবিত্র জন্মভূমিতে গণহত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংগঠন এরা তো সাহস করে গেছে এবং গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে বুক ফুলিয়ে গলা ফাটিয়ে “মুজিববাদ মুরদাবাদ” শ্লোগান দিয়ে এসেছে শিবগঞ্জে বিনামূল্যে বই ও রাস্তার ধারে গাছ লাগিয়ে আনন্দ পাই বই প্রেমিক নাহিদ মহাদেবপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে থানায় মামলা খাগড়াছড়িতে ৮ম শ্রেণি পড়ুয়া কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ৪ রাজবাড়ীতে চাঁদাবাজী মামলায় দুই সহদর গ্রেপ্তার *আল-কুরআনে খ্রিষ্টধর্মের ত্রিত্ববাদ (Trinity)-এর অসারতা প্রমাণ:* কালীগঞ্জে খেলার মাঠ উদ্বোধন করায় আনন্দে উল্লাসে মাতোয়ারা গ্রামের যুব সমাজ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেছে সৈয়দ হারুন ফাউন্ডেশন মহাদেবপুরে শিক্ষার্থীদের বই পড়ায় উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভা আনুপাতিক প্রতিনিধিত্ব ( পিআর ) পদ্ধতির নির্বাচনের যত মন্দ দিক এবং সহিংসতা বেড়ে যাবার আশঙ্কা বগুড়ার শেরপুরের ভবানীপুরে আওয়ামী লীগের ভূমিদস্যদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মসজিদে নামাজ পড়ার সময় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন ভাইবোনছড়ায় ত্রিপুরা তরুণীকে গণধর্ষণ, আত্মহত্যার চেষ্টা

হে মানুষ! তুমি তোমার প্রভুর দিকে কঠোর পরিশ্রম করতে করতে যাচ্ছ, অতঃপর তার সাথে সাক্ষাৎ করবে।”

নিজস্ব প্রতিবেদকঃ
পাবলিশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ

*”হে মানুষ! তুমি তোমার প্রভুর দিকে কঠোর পরিশ্রম করতে করতে যাচ্ছ, অতঃপর তার সাথে সাক্ষাৎ করবে।”*
📖 (সূরা আল-ইনশিকাক, আয়াত ৬, আল-কুরআন )

বিশেষভাবে লক্ষ্যনীয় যে, আল্লাহ বলেছেন, *কঠোর পরিশ্রম করতে করতে।*

কঠোর পরিশ্রম ছাড়া দুনিয়া ও আখিরাত- কোথাও সফলতা সম্ভব নয়।

🔹 এখানে ‘কাদিহ’ শব্দের অর্থ হলো কঠোর পরিশ্রম করা, কষ্ট করা, চেষ্টা করে যাওয়া। অর্থাৎ মানুষের জীবন পুরোটা পরিশ্রম, সংগ্রাম আর সাধনার মধ্যে বয়ে চলে।

🔹 “ইলা রাব্বিকা” — এই পরিশ্রমের শেষ লক্ষ্য হচ্ছে *আল্লাহর দিকে ফেরা* । অর্থাৎ মানুষের জীবনের সমস্ত প্রচেষ্টা, চেষ্টার গন্তব্য শেষমেষ আল্লাহর সামনে হাজির হওয়া।

🔹 “ফামুলাকীহি” — এর অর্থ, মানুষ অবশ্যই তার প্রভুর সাথে সাক্ষাৎ করবে। অর্থাৎ মৃত্যুর পর মানুষের সব আমল, শ্রম ও চেষ্টা আল্লাহর কাছে পৌঁছাবে এবং সে নিজেও তার রবের সামনে দাঁড়াবে, হিসাব দেবে।

আরও পড়ুনঃ বারহাট্রায় সি আই এস এর উদ্যোগে দূর্যোগ ব্যাবস্থাপনা ও জরুরি স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

✨ আমাদের জীবন ক্ষণস্থায়ী, কিন্তু এর ভেতরেই রয়েছে অবিরাম সংগ্রাম — কখনো উপার্জনের জন্য, কখনো পরিবারের জন্য, কখনো জ্ঞান ও উন্নতির জন্য, কখনো ইবাদতের জন্য।

এই দুনিয়ায় আমাদের সকল শ্রম ও চেষ্টা শেষ পর্যন্ত আল্লাহর সামনে হাজির হবে — ভালো বা মন্দ যা-ই করি না কেন।

আমাদের শ্রম ও চেষ্টা যেন শুধু দুনিয়ার স্বার্থে সীমাবদ্ধ না থাকে, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। তাহলেই পরিশ্রমের প্রকৃত সার্থকতা।

🔖 সংক্ষেপে:
এই আয়াত আমাদের বলে —
“কষ্ট করো, পরিশ্রম করো, তবে লক্ষ্য যেন দুনিয়ার ক্ষণস্থায়ী সাফল্য না হয়ে চিরস্থায়ী সফলতা হয় — যেটা রবের সাথে সাক্ষাতের দিন কাজে আসবে!”

আমরা যদি সৎ, হালাল ও বৈধ পথে কঠোর পরিশ্রম করি- তা আমাদের দুনিয়ার সফলতার পাশাপাশি আখিরাতের সফলতাও এনে দিবে ইনশাআল্লাহ।

🤲 আল্লাহ আমাদেরকে চেষ্টা ও শ্রমের মাধ্যমে দুই জাহানের সফলতা অর্জনের তাওফিক দান করুক। আমীন।

📢 প্রিয় ভাই-বোনেরা! আসুন লেখাটি শেয়ার করে অশেষ ছওয়াব অর্জন করি।

ব্যবস্থাপনা পরিচালক
*ধরিত্রী প্রপার্টিজ লি:*


এই বিভাগের আরও খবর