নিজস্ব প্রতিনিধিঃ
*”হে মানুষ! তুমি তোমার প্রভুর দিকে কঠোর পরিশ্রম করতে করতে যাচ্ছ, অতঃপর তার সাথে সাক্ষাৎ করবে।”*
📖 (সূরা আল-ইনশিকাক, আয়াত ৬, আল-কুরআন )
বিশেষভাবে লক্ষ্যনীয় যে, আল্লাহ বলেছেন, *কঠোর পরিশ্রম করতে করতে।*
কঠোর পরিশ্রম ছাড়া দুনিয়া ও আখিরাত- কোথাও সফলতা সম্ভব নয়।
🔹 এখানে ‘কাদিহ’ শব্দের অর্থ হলো কঠোর পরিশ্রম করা, কষ্ট করা, চেষ্টা করে যাওয়া। অর্থাৎ মানুষের জীবন পুরোটা পরিশ্রম, সংগ্রাম আর সাধনার মধ্যে বয়ে চলে।
🔹 “ইলা রাব্বিকা” — এই পরিশ্রমের শেষ লক্ষ্য হচ্ছে *আল্লাহর দিকে ফেরা* । অর্থাৎ মানুষের জীবনের সমস্ত প্রচেষ্টা, চেষ্টার গন্তব্য শেষমেষ আল্লাহর সামনে হাজির হওয়া।
🔹 “ফামুলাকীহি” — এর অর্থ, মানুষ অবশ্যই তার প্রভুর সাথে সাক্ষাৎ করবে। অর্থাৎ মৃত্যুর পর মানুষের সব আমল, শ্রম ও চেষ্টা আল্লাহর কাছে পৌঁছাবে এবং সে নিজেও তার রবের সামনে দাঁড়াবে, হিসাব দেবে।
আরও পড়ুনঃ বারহাট্রায় সি আই এস এর উদ্যোগে দূর্যোগ ব্যাবস্থাপনা ও জরুরি স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
✨ আমাদের জীবন ক্ষণস্থায়ী, কিন্তু এর ভেতরেই রয়েছে অবিরাম সংগ্রাম — কখনো উপার্জনের জন্য, কখনো পরিবারের জন্য, কখনো জ্ঞান ও উন্নতির জন্য, কখনো ইবাদতের জন্য।
এই দুনিয়ায় আমাদের সকল শ্রম ও চেষ্টা শেষ পর্যন্ত আল্লাহর সামনে হাজির হবে — ভালো বা মন্দ যা-ই করি না কেন।
আমাদের শ্রম ও চেষ্টা যেন শুধু দুনিয়ার স্বার্থে সীমাবদ্ধ না থাকে, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। তাহলেই পরিশ্রমের প্রকৃত সার্থকতা।
🔖 সংক্ষেপে:
এই আয়াত আমাদের বলে —
“কষ্ট করো, পরিশ্রম করো, তবে লক্ষ্য যেন দুনিয়ার ক্ষণস্থায়ী সাফল্য না হয়ে চিরস্থায়ী সফলতা হয় — যেটা রবের সাথে সাক্ষাতের দিন কাজে আসবে!”
আমরা যদি সৎ, হালাল ও বৈধ পথে কঠোর পরিশ্রম করি- তা আমাদের দুনিয়ার সফলতার পাশাপাশি আখিরাতের সফলতাও এনে দিবে ইনশাআল্লাহ।
🤲 আল্লাহ আমাদেরকে চেষ্টা ও শ্রমের মাধ্যমে দুই জাহানের সফলতা অর্জনের তাওফিক দান করুক। আমীন।
📢 প্রিয় ভাই-বোনেরা! আসুন লেখাটি শেয়ার করে অশেষ ছওয়াব অর্জন করি।
ব্যবস্থাপনা পরিচালক
*ধরিত্রী প্রপার্টিজ লি:*