শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন
Headline :
বাংলাদেশ জোট মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সর্বজনীন জোটের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম ন্যাশনাল ইউনিটি কাউন্সিল(এনইউসি) এর মহাসচিব বিদ্যুৎ চন্দ্র বর্মনের বাণী: মানবতার মূর্ত প্রতীক: *অধ্যাপক ড. আলহাজ্ব মোঃ শরীফ আব্দুল্লাহ হিস সাকী শিক্ষাবিদ ও মানবতাবাদী এক অনন্য সমন্বয়* -ড. এ আর জাফরী বাংলাদেশ সর্বজনীন জোটে মূল চিন্তাশক্তি হিসেবে আবির্ভূত প্রধান উপদেষ্টা ফরহাদ মাজহার বগুড়া গাবতলী স্টেশনের রেলওয়ে কর্মচারীকে মারপিট করে আহত করে ২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় – দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন সম্ভাবনার দিগন্তে বাংলাদেশ ময়মনসিংহে পলাতক আসামী গেপ্ততার করেছে র‍্যাব ১৪ যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১ বগুড়ার গাবতলী উপজেলার বিএনপিরভারপ্রাপ্তচেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল

হালিম রাজ: মাঠে ও মননে নেতৃত্বের প্রতীক

বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : / ৪৩ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ :

রাজনীতিতে যখন আদর্শের চেয়ে ক্ষমতার প্রতিযোগিতা বেশি চোখে পড়ে, তখন কিছু মানুষ থাকেন, যারা ভিন্ন পথে হাঁটেন—মানুষের পাশে দাঁড়িয়ে, মাটি ছুঁয়ে, চিন্তা দিয়ে নেতৃত্ব দিয়ে। তেমনই একজন ব্যতিক্রমী রাজনীতিক হাজী হালিম রাজ। মানবিক, চিন্তাশীল ও মাঠকেন্দ্রিক এই নেতা বিশ্বাস করেন—সেবা দিয়েই জনগণের আস্থা অর্জন সম্ভব, আর সেটাই নেতৃত্বের আসল ভিত্তি।

🧭 জন্ম ও পারিবারিক পটভূমি

হালিম রাজ ১৯৮৮ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গোয়াবাড়ী চাঁদপুর গ্রামে, তাঁর নানাবাড়ি ‘হক মঞ্জিলে’ জন্মগ্রহণ করেন। তিনি বেড়ে উঠেছেন এক শিক্ষিত, ধর্মপ্রাণ ও সমাজসেবামূলক পরিবারে।

তাঁর নানা ছিলেন কলকাতা মেডিকেল কলেজের ছাত্র এবং দীর্ঘ সরকারি চাকরিজীবন শেষে উপজেলা মেডিকেল অফিসার হিসেবে অবসর গ্রহণ করেন।

তাঁর দাদা ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী, যিনি সততা, পরিশ্রম ও প্রজ্ঞায় স্থানীয় অর্থনীতিতে অবদান রেখেছেন।

আরও পড়ুনঃ সুন্নিয়তের অন্যতম রাহবার ঢাকা নারিন্দা মশুরীখোলা দরবার শরীফের পীর সাহেব আল্লামা শাহ্ মুহাম্মদ আহছানুজ্জামান’র (রহঃ) ইন্তেকাল

এই পারিবারিক শিক্ষা, মানবিকতা ও কর্মনিষ্ঠার ধারা হালিম রাজকে ছোটবেলা থেকেই রাজনীতি ও জনসেবার পথে অনুপ্রাণিত করে।

🎓 শিক্ষা জীবন

হালিম রাজ একটি সনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স বিষয়ে এমএসএস সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি সনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে MBA (HRM) প্রোগ্রামে অধ্যয়নরত। শিক্ষাজীবনে যেমন তিনি চিন্তার গভীরতা অর্জন করেছেন, তেমনি জীবনের বাস্তব মাটি থেকেও বিচ্ছিন্ন হননি।

🏛️ রাজনৈতিক পরিচিতি

বর্তমানে বাংলাদেশ মাতৃভূমি দল (BMLP)-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন হালিম রাজ। তাঁর রাজনীতির মূল দর্শন:

নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক নেতৃত্ব

নির্বাচনব্যবস্থার সংস্কার

জনস্বার্থ ও গ্রামীণ উন্নয়ন

আরও পড়ুনঃ শফিউল বারী বাবু ছিলেন বিএনপির রাজনীতির এক নির্ভিক সৈনিক – নাজিমুর রহমান
তিনি ঘোষণা দিয়েছেন যে, আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৮, চাঁপাইনবাবগঞ্জ-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

✅ সমাজসেবায় অগ্রণী ভূমিকা

হালিম রাজ বক্তৃতা বা ফেসবুকেই সীমাবদ্ধ নন—মাঠেই তাঁর প্রকৃত পরিচয়। প্রতি বছর তিনি নিজ উদ্যোগে ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে নিম্নোক্ত মানবিক কার্যক্রম বাস্তবায়ন করেন:

🧥 শীতকালীন কম্বল বিতরণ

🍱 রমজান ও ঈদে খাদ্য সামগ্রী বিতরণ

🕌 ইফতার আয়োজন ও বিতরণ

🐄 কোরবানি প্রজেক্ট বাস্তবায়ন

🧵 নারীদের স্বাবলম্বীকরণে সেলাই মেশিন উপহার

♿ প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার বিতরণ

🚲 অসহায় পুরুষদের কর্মসংস্থানে রিকশা বিতরণ

🌱 বৃক্ষরোপণ ও চারা বিতরণ

📚 শিক্ষা সহায়তা প্রকল্প (বই, খাতা, বৃত্তি)

বিশেষভাবে উল্লেখযোগ্য—করোনা মহামারির সময়ে তিনি ছিলেন মাঠের ফ্রন্টলাইনার, জীবনের ঝুঁকি নিয়ে দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিয়েছেন।

আরও পড়ুনঃ  বাংলা এরো ভিশন ২০২৫ — এথেন্স, গ্রীস

✍️ চিন্তার জগতে সক্রিয় এক লেখক

রাজনীতির পাশাপাশি হালিম রাজ লেখালেখিতেও সমানভাবে সক্রিয়। তাঁর ফেসবুক সিরিজ ও বিশ্লেষণমূলক রচনাগুলো নীতিনির্ভর রাজনীতির এক নতুন ভাষ্য রচনা করছে। জনপ্রিয় কিছু সিরিজ:

📘 সংস্কার: ড. ইউনুসের পথ

🗳️ আগামী নির্বাচনের রাজনীতি

😄 রাজনীতি রস

🌍 ভূরাজনীতি: আগুনের রেখা

🏢 ফ্ল্যাট না ফাঁদ

🧑‍🏫 কোন শ্রেণির প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করা উচিত?

এই লেখাগুলোর মাধ্যমে তিনি নতুন রাজনৈতিক চেতনার প্রসার ঘটাচ্ছেন—যা আদর্শ ও বাস্তবতার সম্মিলন ঘটায়।

📞 যোগাযোগ:

হাজী হালিম রাজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category