সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনমঃ
সোহাগ হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার বগুড়া গাবতলী ৯ নং নশিপুর ইউনিয়ন পরিষদ থেকে এক ভুয়া প্রত্যয়ন পত্র প্রধান জুলাই বিপ্লবের আবশ্যিকতা:- পর্ব ০৩ বীরগঞ্জে শতগ্রাম ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ যদি আপনার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করতে চান এবং সুন্দর করতে চান তবে মানসিকতার পরিবর্তন করুন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের ভাদেরটেক গ্রামে এক সৌদীআরব প্রবাসীর বাড়িতে হামলা,ভাংচুর ও ২০ লাখ টাকা লুটপাট আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত নাটকীয় ম্যাচে কয়েক সেকেন্ড পূর্বেই তৃষ্ণার গোলে শেষ হাসি হাসল বাংলাদেশ মুন্সিগঞ্জের সাবেক এমপি মো.আব্দুল হাই এর অবস্থা অবনতি হওয়ার হাসপাতালে ভর্তি আমরা বদলে গেছি ১৯৫ টা দেশ সাবেক চলমান রেমিট্যান্স যোদ্ধা পরিবার ৯ কোটি রূপসী পাড় উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় পাস করেনি একজনও বগুড়া’র সোনাতলায় সেনাবাহিনীর অভিযান: নকল তামাক কারখানায় ৪ জন গ্রেফতার! বগুড়া গাবতলী একজন প্রতিবন্ধী ছেলের জন্য বাবার আকুল আবেদন বাড়িতে প্রবেশ করার রাস্তাটি একটু প্রশস্ত করা ধামরাই উপজেলা নাগরিক পার্টি (এনসিপি)পক্ষ থেকে ঢাকার মিটফোর্ড হাসপাতাল সামনেই ব্যবসায়ী সোহাগ কে হত্যার প্রতিবাদ ও বিচারে দাবিতে বিক্ষোভ মিছিল করেন নিবন্ধন সম্পর্কে কিছু সংক্ষিপ্ত কথা ও গুরুত্ব : নির্বাচন নয় দেশের চলমান পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করা জরুরী বগুড়া সদরে মাদকসহ যুবক গ্রেফতার শ্রীপুরে সম্মিলিত উদ্যোগে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন বগুড়ায় সারিয়াকান্দি উপজেলায় নিজ বাড়ির গেইটের সামনে থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার নিরবে না,সাহসের সাথে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ান!

সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যর ঘুষ নেওয়ার অভিযোগ

রিপোর্টার নাম
পাবলিশ: রবিবার, ১ জুন, ২০২৫
সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যর ঘুষ নেওয়ার অভিযোগ

গাইবান্ধা সাঘাটা প্রতিনিধি:

সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যের বিরুদ্ধে ভিজিডি কার্ড করে দেওয়ার নাম করে উৎকোচ গ্রহণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট সদস্য কাজল রেখা তার নির্বাচনী এলাকা ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সুবিধা-ভোগীদের কাছ থেকে কার্ড বরাদ্দের আশ্বাস দিয়ে ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আদায় করেন।

ঘটনার সত্যতা যাচাই করতে ছদ্মবেশে এক সাংবাদিক গত শনিবার একজন ভিজিডি আবেদন কারীর কাগজপত্র নিয়ে উক্ত সদস্যের সঙ্গে দেখা করেন। অভিযোগ রয়েছে, এ সময় মহিলা সদস্যের স্বামী জাকির হোসেনের মাধ্যমে প্রথমে ১০ হাজার টাকা গ্রহণ করা হয়, যার মধ্যে ৫০০ টাকার ২০টি নোট ছিল।

পরে ওই টাকা সদস্য কাজল রেখার হাতে হস্তান্তর করা হয়। পুরো ঘটনাটি একটি গোপন ক্যামেরায় ধারণ করা হয়েছে এবং ভিডিও টি দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ পত্রিকার ডেস্কে এসেছে। ভিডিও চিত্রে দেখা যায়, টাকা গ্রহণের পর মহিলা সদস্য ভিজিডির আবেদন ফরমে স্বাক্ষর দিয়ে চেয়ারম্যানের নিকট জমা দেওয়ার কথা বলেন।

এছাড়া একটি অডিও রেকর্ডিংয়ে ওই সদস্যকে ভিজিডি কার্ড বরাদ্দের সংখ্যা নিয়ে আলাপ করতে শোনা যায়। সেখানে ১২ জনের নাম উল্লেখ করে জনপ্রতি ৮ থেকে ১০ হাজার টাকা গ্রহণের কথা স্বীকার করেন।

এ বিষয়ে জানতে চাইলে মহিলা সদস্য কাজল রেখা অর্থ লেনদেনের কথা স্বীকার করেন। তবে কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিনুর ইসলাম বলেন, ভিজিডি কার্ডের নাম করে কোনো ধরনের আর্থিক লেনদেন করতে পারেন না কাজল রেখা।

এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকে ওই সদস্যের অপসারণ দাবি করে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।


এই বিভাগের আরও খবর