গাইবান্ধা সাঘাটা প্রতিনিধি:
সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যের বিরুদ্ধে ভিজিডি কার্ড করে দেওয়ার নাম করে উৎকোচ গ্রহণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট সদস্য কাজল রেখা তার নির্বাচনী এলাকা ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সুবিধা-ভোগীদের কাছ থেকে কার্ড বরাদ্দের আশ্বাস দিয়ে ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আদায় করেন।
ঘটনার সত্যতা যাচাই করতে ছদ্মবেশে এক সাংবাদিক গত শনিবার একজন ভিজিডি আবেদন কারীর কাগজপত্র নিয়ে উক্ত সদস্যের সঙ্গে দেখা করেন। অভিযোগ রয়েছে, এ সময় মহিলা সদস্যের স্বামী জাকির হোসেনের মাধ্যমে প্রথমে ১০ হাজার টাকা গ্রহণ করা হয়, যার মধ্যে ৫০০ টাকার ২০টি নোট ছিল।
পরে ওই টাকা সদস্য কাজল রেখার হাতে হস্তান্তর করা হয়। পুরো ঘটনাটি একটি গোপন ক্যামেরায় ধারণ করা হয়েছে এবং ভিডিও টি দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ পত্রিকার ডেস্কে এসেছে। ভিডিও চিত্রে দেখা যায়, টাকা গ্রহণের পর মহিলা সদস্য ভিজিডির আবেদন ফরমে স্বাক্ষর দিয়ে চেয়ারম্যানের নিকট জমা দেওয়ার কথা বলেন।
এছাড়া একটি অডিও রেকর্ডিংয়ে ওই সদস্যকে ভিজিডি কার্ড বরাদ্দের সংখ্যা নিয়ে আলাপ করতে শোনা যায়। সেখানে ১২ জনের নাম উল্লেখ করে জনপ্রতি ৮ থেকে ১০ হাজার টাকা গ্রহণের কথা স্বীকার করেন।
এ বিষয়ে জানতে চাইলে মহিলা সদস্য কাজল রেখা অর্থ লেনদেনের কথা স্বীকার করেন। তবে কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিনুর ইসলাম বলেন, ভিজিডি কার্ডের নাম করে কোনো ধরনের আর্থিক লেনদেন করতে পারেন না কাজল রেখা।
এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকে ওই সদস্যের অপসারণ দাবি করে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.